আবদুল কাদের মোল্লা ভাইয়ের জবানীতে খালেদা পুত্র তারেকনামা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৭ অক্টোবর, ২০১৩, ১০:১৪:২৮ সকাল



সম্ভবত 2010 সাল, দিনটি ছিল শুক্রবার। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এর হল রুমে 'ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস' এর সমাবেশ। প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল কাদের মোল্লা ভাই। অত্যন্ত স্পষ্টভাসী কাদের মোল্লা ভাইয়ের বক্তব্য মনোমুগ্ধকর এবং হাসির খোরাক নিয়ে আসে। বক্তব্যের একপর্যায়ে 1/11 ও আওয়ামী লীগ সম্পর্কে কথা বললেন আর ভয়ংকর তথ্য জানালেন। তা নিম্নরূ পঃ

জেনারেল মইন ইউ আহমেদ কে সেনাপ্রধান মনোনয়ন করা হলে কাদের মোল্লা ভাইয়ের একবন্ধু আমেরিকা থেকে কাদের মোল্লা ভাইকে ফোন করেন। তিনি জানান, "মইন যুক্তরাষ্ট্রে সামরিক এ্যাটাশে থাকা অবস্থায় প্রায়ই গভীর রাতে একাকী গাড়ি চালিয়ে একটি সিনাগগে (ইহুদীদের উপাসনালয়) যেতেন এবং খুব ভোরে ফিরে আসতেন। সে মনে হয় ইহুদীদের এজেন্ট"। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত ষড়যন্ত্র এবং তাদের মুরুব্বী ইহুদীদের ব্যাপারে অত্যন্ত এ ভয়ংকর এ তথ্যে কাদের মোল্লা ভাই বিচলিত হয়ে পড়ে। সাংগাঠনিক ফোরামে আলোচনা শেষে তিনি জরুরী দেখা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে এবং স্পষ্টভাবে ইহুদী স্পাই জেনারেল মইনকে সেনাপ্রধান না করার দাবী জানান। খালেদা জবাবে বলেন,' আপনারা সবকাজেই সন্দেহ করেন আর বাধা দেন'। আরও অনেক বচসা হয় কাদের মোল্লা ভাইয়ের সাথে খালেদা জিয়ার। সবশেষ খালেদা কাদের মোল্লা ভাইকে বলেন, 'আমি ক্যান্টনমেন্টে থাকি, ক্যান্টনমেন্টের বিষয়টা আমিই দেখব'। ত্যাক্ত বিরক্ত কাদের মোল্লা ভাই, রাগান্বিতস্বরে খালেদাকে বলেন,' ম্যাডাম আপনার সাথে আমরা জোট বেঁধেছি, আপনি নিজেও মরবেন, আমাদেরও মারবেন। আরও বিভিন্ন তাচ্ছিল্যপূর্ণ কথা বলে 'আসি ম্যাডাম' বলে কাদের মোল্লা ভাই হনহন করে বেরিয়ে আসেন। খালেদা কপাল ভাঁজ করে তাঁর দিকে তাকিয়ে থাকেন। পরে কাদের মোল্লা ভাই জানতে পারেন তারেক-মামুন 1০ (দশ) কোটি টাকার বিনিময়ে মইনকে সেনাপ্রধান বানানোর বন্দোবস্ত করেন। তাঁর ভাষায়,'কিছু টাকা হয়ত ভ্যানিটি ব্যাগেও গিয়েছে'।

একবার সম্ভবত কাদের মোল্লা ভাই তারেককে বলেছিল, তোমার কত টাকা দরকার? জবাবে বলেছিল, হাজার কোটি টাকা (লোক মুখে শোনা)।

তারেকের বেপরোয়া দুর্নীতি আর বেগম জিয়ার ছেলেকে প্রশ্রয় দেওয়ার পরিণাম বেগম জিয়ার দশ কোটি টাকা দামের সেনাপতির প্রতিদান পেয়েছে তারেক-খালেদা। খালেদের ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ হয়েছে, খাম্বা তারেকের কোমড় ভেঙ্গেছে আর তাদের সাথে জোট করার কারণে ফেরেশতার মত নিষ্কলংক, দেবতার মত নিষ্পাপ জামায়াত নেতৃবৃন্দ ফাঁসির কাঠগড়ায়। সবচেয়ে খারাপ লাগে কাদের মোল্লা ভাইয়ের জন্য কেননা খালেদা-তারেক মুক্ত কিন্তু উনার সামনে ঝুলছে ফাঁসির রশি।

বিষয়: বিবিধ

৩২০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File