সাকা তুমি ছ্যাকা দিয়েছিলে, এখন বোঝ! সাকা-হাসিনার রোমান্টিক অমর প্রেম আর মান-অভিমান এর আত্বকাহিনী

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০১ অক্টোবর, ২০১৩, ০৯:৪০:২২ রাত

হাসিনা- বাবা তখন আগারতলার ষড়যন্ত্র মামলার আসামী। দেশদ্রোহীতার অভিযোগে মৃত্যুর দুয়ারে। আমাদের পরিবারের খোঁজ খবর রাখেন ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরী। উঁচা-লম্বা, শরীর-স্বাস্থ, লেখা-পড়া সব দিক দিয়েই অনেক স্মার্ট। বাবা চাচ্ছিল আমার বিয়ে দিতে। ছেলে হিসাবে সাকা চৌধূরীকে বাবার খুবই পছন্দ। আমারও খুবই পছন্দ সাকা ভাইয়াকে। সাকা ভাইয়া সুন্দর করে কথা বলতে পারে। আমরা দুবোন উনার কথা শুনে হাসতে হাসতে টাসকি খাইতাম। আমি আর সাকা ভাইয়া অনেক সময় গল্প করতাম। বাবা সাকা ভাইয়ার সাথে আমার বিয়ের প্রস্তাব দিলেন। সাকা ভাইয়ার বাবা ফজলুল কাদের চৌধূরী আমাকে পছন্দ করলেও সাকা ভাইয়া প্রত্যাখান করলেন। ইতোমধ্যেই সাকা ভাইয়াকে আমার মনের মনিকুঠুরে স্থান দিয়ে ছিলাম। প্রথম দেখা, প্রথম ভাললাগা, প্রথম প্রেম এসব কি ভুলা যায্ মনে অনেক কষ্ট পাইলাম। আমার মত সুন্দরী মেয়েকে সাকা ভাইয়া প্রত্যাখান করল! মনে মনে প্রতিজ্ঞা করলাম জীবনে একবার হলেও সাকা ভাইয়াকে দেখে ছাড়ব। ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে হওয়ার পরও আমি সাকা ভাইয়াকে ভুলতে পারি না। সংসদে মাঝে মাঝে আমি ইচ্ছা করেই সাকা ভাইয়ার দিকে আঙ্গুল তুলতাম কিন্তু সাকা ভাইয়া আবারও আমাকে ছ্যাকা দিয়া কথা বলে, 'ঐ আঙ্গুলে আমার রিং পড়ানোর কথা ছিল'। সাকা ভাইয়ার কথাটা শুনলে বুকের কোথায় যেন রি রি করে উঠে। উনি 'সোনা' এর কথা বললেই আমার গোটা শরীরে শিহরণ ঘটে যায়। এজন্যই সংসদে সোনা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু সাকা ভাইয়া এবারও আমাকে ছ্যাকা মাইসিন দেওযা টিটকারি মারল। বলল, উনার সোনা নাকি আমি পছন্দ করি। রাতে আমার স্বামী এ নিয়ে কত কথা বলল।

প্রথম যারে ভাল লাগে তাকে কি কোন দিনও ভোলা যায়? এ বয়সেও আমি সাকা ভাইয়ার জন্য অপেক্ষা করি, বিশেষ করে স্বামী মারা যাওয়ার পর উনার জন্য মনটা আনচান করে, তবুও উনি আমাকে পাত্তা দেয়না উল্টো ছেলের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে আমার বাসায় দাওয়াত দিতে আসে। উনাকে দেখলেই বুকটা ছ্যাত করে উঠে। সিদ্ধান্ত নিলাম প্রতিশোধ নিব। সাকাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাব। ৭১ এ সাকা কোথায় ছিল এটা আমার চেয়ে ভাল দুনিয়ার আর কেহই জানে না। তারপরও সাকাকে যুদ্ধাপরাধের মামলা দিয়ে ফাঁসি দেব। আমি সাকার বিরহে কাতর। সাকা কতভাবে তোমাকে কাছে পেতে চেয়েছি কিন্তু তুমি আসনি। এবার বোঝ কেমন লাগে? ছ্যাকা দেওয়ার মজা পাইলা। তারপরও বলি তোমারে অন্য মেয়ের সাথে দেখলে বুকটা ফাইটা যায়। আমি এটা দেখাতে চাইনা বলেই তোমাকে ফাঁসি দেব।

বিষয়: বিবিধ

৫৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File