গোলাম আযমের মামলার রায়। হাসব না কাঁদব
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৫ জুলাই, ২০১৩, ০২:৫৬:০৯ দুপুর
'গোলাম আযমের ৯০ বছর আর সাঈদীর ফাঁসি, রায় দেখে হাসি আর হাসি।" অনেকটা এরকম মন্ত্রব্য করেছেন অনলাইন একটিভিস্টরা। প্রথমে দেখলাম বিচারপতি এটিএম ফজলে কবির বলেছেন, পত্রিকার কাটিং ছাড়া কোন গোলাম আযমের বিরুদ্ধে কোন প্রমান নাই অর্থাৎ প্রসিকিউশন অভিযোগ প্রমান করতে ব্যর্থ হয়েছে সেজন্য তাঁরা নিজেরাই বিভিন্ন বই ঘাটাঘাটি করার জন্য রায় দিতে বিলম্ব হয়েছে অর্থাৎ বিচারপতিরাই প্রসিকিউশন ও তদন্ত কমিটির ভুমিকা পালন করেছে, তদন্ত করেছে। তাঁদের সেই তদন্তে অভিযোগ প্রমানিত হয়েছে এবং রায় দেয়া হয়েছে ৯০ বছরের জেল। কাদের মোল্লার গণহত্যার সাথে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমান থাকার পরও তাঁকে যাবজ্বীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। সাঈদীর সাক্ষী গুম করে তাঁকে দেওয়া হয়েছে ফাঁসি। সাকা চৌধূরীকে আগে ধরা হলেও তার মামলার কোন খবর নাই।
অপরাধ না করেও গোলাম আযম পেলেন ৯০ বছরের জেল আর প্রসিকিউশন যদি অপরাধ প্রমান করতে পারত তাহলে কি হতো? ৯০ বার ফাঁসি।
একথা সবাই জানে একাত্তরে গোলাম আযমের ভুমিকা ছিল স্বাধীনতা বিরোধী। তাই তাঁর যদি কারাদন্ড হয় তাহলে কাদের মোল্লা, কামারুজ্জামান, সাঈদী সাহেবদের কোন সাজাই হওয়ার কথা না।
সব কিছু দেখে বুঝতে পারছি না রায় দেখে হাসব না কাঁদব। তবে আমাদের বিচারপতিদের বিচারিক মান আরও উন্নত হওয়া প্রয়োজন মনে করছি।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন