কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছাত্রশিবিরের ঐতিহাসিক ভুমিকা সময়ের অনিবার্য দাবী
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৪ জুলাই, ২০১৩, ০১:২৩:১২ রাত
কোটা পদ্ধতি মেধাবীদের লাঞ্ছিত করা আর তথাকথিত কোটার উপযোগী ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ প্রদান ছাড়া আর কিছুই নয়। কেন কোটা? কিসের জন্য কোটা? একজন ছাত্র বছরের পর বছর দিন-রাত লেখা-পড়া করে মেধার স্বাক্ষর রাখার পরও পরীক্ষায় চান্স পাবে না কিন্তু ডিসি কোহিনুর, ডিসি হারুন দের মত মাস্তান টাইপের ব্যক্তিরা বিসিএস ক্যাডার হয়ে দলীয় ক্যাডারের ভুমিকা পালন করবেন। এই অবৈধ কোটা পদ্ধতি বাতিল সময়ের অনিবার্য দাবী। যেহেতু এদেশে কোন দাবীই আন্দোলন ছাড়া ভালভাবে আদায় হয় না সেহেতু সাধারণ ছাত্র-ছাত্রীরা কোটা পদ্ধতি বাতিলের দাবীতে যে আন্দোলন করছে সেখানে ছাত্রশিবির তার চতুর্থদফা সফল বাস্তবায়নের ভুমিকা রাখতে পারে।
দেশের প্রধান ছাত্রসংগঠনদের মধ্যে ছাত্রলীগ ইতোমধ্যেই সন্ত্রাসীর ব্রান্ডে পরিণত হয়েছে। ছাত্রদল বুড়া আর অছাত্রে ভরা। এজন্যই ছাত্রসমাজের প্রাণের সংগঠন ছাত্রশিবির কে কোটা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। শুধু ঢাবি, রাবি, জাবি, জবি, শাবি ই নয় বরং দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ-বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে কোটা বিরোধী আন্দোলন কে গণআন্দোলনে পরিণত করে ছাত্র সমাজের প্রকৃত সমস্যার সমাধানে নেতৃত্ব প্রদান করে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে। আশাকরি মেধাবীদের অবমুল্যায়ন করার বিরুদ্ধে লড়াই করে দেশের ছাত্রদের ইনসাফপূর্ণ দাবী কায়েমের আন্দোলনে সফল হলে শুধু ছাত্রই নয় বরং আগামী দিনের প্রশাসনে যারা আসীন হবে তাদের হৃদয়েও শিবির আসন গেড়ে নিতে সক্ষম হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (এনডিসি, এমআইএসটি, বিএমএ ইত্যাদি বিইউপি এর অধিভুক্ত প্রতিষ্ঠান) এর ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য অনুরোধ রইল।
বিষয়: বিবিধ
১৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন