আমরা প্রেসিডেন্ট ড. মুরসী এর সমর্থনে জমায়েত হতে পারি কি না? আওয়াজ দেন।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৫ জুলাই, ২০১৩, ১১:২২:৩৯ রাত
প্রিয় ব্লগার বন্ধুরা। আসসালামু আলাইকুম। গত ৩ রাত ঘুম হয় না আমাদের প্রাণ প্রিয় রাষ্ট্রপতি হাফেজে কোরআন প্রকৌশলী ড. মুহাম্মদ মুরসী এর জন্য। আজ বাদ জুমা রাবায়া স্কয়ার এর তাঁর সমর্থনে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়েছে।
আপনারা দেখেছেন, তুরস্কে বামপন্থীদের বিক্ষোভের সমর্থনে এদেশের বামপন্থীরা রাজপথে সমাবেশ করেছে। আমরা আমাদের প্রিয় প্রেসিডেন্ট এর জন্য ঢাকা শহরের কোথাও কি জমায়েত হতে পারি না? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা তাঁর সমর্থনে একত্রিত হতে পারি এবং বুকের চাঁপা কষ্ট কিছুটা লাঘব করতে পারি।
দয়া করে আওয়াজ দিন।
ড. মুরসী এর সমর্থনে ভোট দিন http://www.muslimsformorsi.com
বিষয়: বিবিধ
১৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন