যেটা আশা করিনি প্রজন্ম চত্ত্বর এর ফেসবুক পেজে

লিখেছেন লিখেছেন মাছরাঙ্গা ২২ মার্চ, ২০১৩, ১২:৫৭:৫০ দুপুর

মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবী নিয়ে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে শাহবাগে অবস্থান ঘোষনা করা হয়েছিল এটা পুরানো কথা। আমার মত অনেক তরুন সমর্থন দিয়েছিল সেই অবস্থান কর্মসূচীতে। কিন্তু আমাদের এভাবে প্রতারিত হতে হবে তা সে দিন কল্পনাও করতে পারি নি। আমাদের আবেগ নিয়ে কেন বার বার প্রতারণা করা হবে?

প্রতারণা করার অধিকার তাদের কে দিয়েছে?

তবে একথা সত্য আজ যদি তাদের মাধ্যমে প্রতারিত না হতাম তাহলে হয়ত আরও বড় প্রতারণার স্বীকার হতে হত।

আজ একটা কথা বলতে আমার কোন অসুবিধা নেই যে প্রজন্ম তত্ত্বরের ফেসবুক পেজে লাইক দেয়ার সুবাদে হটাৎ একট দিন বাসেরকেল্লা নামে একটি পেজের বিরুদ্ধে দেখলাম অনেকে গালি দিচ্ছে। অনেটা খেয়ালের বসে তাদের পেজেও লাইক দিলাম। এর পরই প্রকৃত সত্যটি আমার সামনে পরিষ্কার হতে শুরু করে। এডিট করা বিভিন্ন ছবি দিয়ে আমাদের কিভাবে প্রতারিত করা হচ্ছিল। আজকে আর একটা পোষ্ট দেখে আমি আবার বিভ্রান্ত হতে যেয়ে আবার বাসের কেল্লার কথা মনে হওয়াতে সেখানে টু মেরে ৭১ টিভির খবরের ভিডিও সহ লিংক পেলাম। খবরটি হচ্ছে জামাতীদেরে একটি মহিলা দলের আটক বিষয়ে। কিন্তু কেন এই মিথ্যাচার? কি উদ্দেশ্যে? আপনারা আমাদের আবেগ মহান মুক্তিযুদ্ধ নিয়ে এ হীন খেলা কেন খেলছেন? কেন বির্তকীত করছেন মুক্তিযুদ্ধকে?

আর এ ধরনের মিথ্যাচার যদি মুক্তিযুদ্ধের চেতনা হয়, তবে শত ঘৃণা করি আমি সে মুক্তিযুদ্ধ কে।

কিন্তু ঘৃণা করতে পারিনা যখন আমার মানস পটে ভেসে আসে বঙ্গবীরের মুখ, মেজর জলিল এর সেই ঝাকড়া চুলের সুন্দর ছবি।

তবে আজ যদি কাদের সিদ্দিকীর মত মানুষেরা বেচে না থাকত তবে মিথ্যাচারের ভ্রান্ত ধারনা নিয়ে বেচে থাকতে হত চিরকাল........

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File