নিজের তোলা কিছু ছবি

লিখেছেন লিখেছেন রিয়াজুল ২৫ মার্চ, ২০১৩, ০৮:০০:৫৮ রাত

জার্মানিতে এবার যেন শীত যেতেই চাচ্ছে না। এই বসন্তের মাঝেও শীতে কাঁপছি। গত কয়েক দিন আগে বেশ তুষারপাত হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিক ধবধবে সাদা। ক্যামেরা নিয়ে বাসার বাইরে বেশ কয়েকটা ছবি তুলে ফেললাম। আমি ফটোগ্রাফার নই, কেবল শখের বশে ছবি তুলি।



বাসার সামনেই জঙ্গল, বরফের চাদরে ঢাকা।



বারান্দায় রাখা টবটির কি হাল হয়েছে দেখুন।



বাইরে বের হতেই দেখা হয়ে গেল প্রতিবেশি আর তার কুকুরটির সঙ্গে।



কাটা গাছের মাথা কিভাবে সাদা হয়ে আছে, মনে হয় যেন কোন মানুষ সাদা টুপি পরে দাঁড়িয়ে আছে।



এই ছবিটি আমার নিজেরও খুব ভালো লেগেছে।



গাছের ফাঁকে সকালের সোনালী রোদ



এই বাড়িটার দোতলাতে আমি থাকি। প্রথম বারান্দাটিই আমার বাসার।

বিষয়: বিবিধ

১৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File