আমি মেজর জিয়া বলছি.....

লিখেছেন লিখেছেন মুক্তিযোদ্ধা সন্তান ২৬ মার্চ, ২০১৩, ১২:৪২:২১ রাত



১৯৭১ সালে জাতীর সেই ক্রান্তিকালে রাজনৈতিক নেতাদের ব্যর্থতা এবং পলায়নের প্রেক্ষাপটে জাতি যখন দিশেহারা তখন চট্টগ্রাম সেনা ছাউনির ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়া বিদ্রোহই বেছে নিলেন। কালুরঘাটের বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন।

ইথারে ভেসে এল, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি...। মার খাওয়া মানুষ, বিভ্রান্ত জনতা, দিশেহারা জাতি সংবিৎ ফিরে পেল। গোটা জাতি, অস্ত্রধারী বাহিনী, ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী মানুষ, নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়ল।

এর পরের ইতিহাস রক্তাক্ত মুক্তিযুদ্ধের। শত-সহস্র গেরিলা অভিযান, রেড, অ্যাম্বুশ, শত্রুঘাঁটিতে অতর্কিত আক্রমণ, সম্মুখযুদ্ধ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, ইস্পাতকঠিন মনোবল আর মৃত্যুপণ লড়াইয়ের ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রক্তের আখরে লেখা এক অনবদ্য গৌরবগাথা, এক বীর জাতির বীরত্বের কাহিনি। জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনের এক অমর আখ্যান।

বিষয়: বিবিধ

১৫৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File