ফের তুমি সাঙ্গ কর।

লিখেছেন লিখেছেন আকাশ নির্ঝর ৩০ জুলাই, ২০১৩, ০৪:১১:০২ বিকাল



এহেন দোদুল্যমান শব্দপুরে আমার দিন রাত্রির আনাগোনা। ওদিকে পুরোটা নক্ষত্র ঘুরে দুরের পবন একমুঠো জল হয়ে ঝোরে পড়ে গায়ে। কপোলে তখন খেলে যাওয়া হীরক কণাকে অশ্রুর মত লাগে। আমি সকাল গুনি দুপুর গুনি, রাতের শেষ ভাবে ধরণী অধিপতির রহম মিলায়। মিলিত সাগরের তল দেশ থেকে উঠে আসা সুখের ভাঁজে মিলে থাকা নিয়ন আলোয় তুমি ফের হরহামেশা প্রশ্ন কর। দারুচিনি ঘ্রাণের আবেশ মেখে আমি আবার রাত্রি জাগি। মহিমান্বিত রাতের তালাশ করি। শরীর ধরে আসলেই জেনে যাই এখন কারও স্পর্শ আমায় খুব টানছে পাতালপুরে। অনবরত কম্পিত ঠোটের পরশ জানি কোন দিন শুনতে পাও না তুমি। যদিও শোন, তা তোমার মনের ভুল।ঐ গুলো ওভাবেই পড়ে থাক দূরে, আমায় আর ডাকবে না তুমি। এরপরও আমার সকল কাব্য মাঝে কেনই তোমার আনাগোনা। লম্বিত দূর গগণে পুরনো সেই সুরের সাথে হোক আবারও আরাধনা। একটু খানি কথা রেখ। তুমি আমার একটু খানি কথা রেখ।

সুযোগ পাও যদি।

বিষয়: সাহিত্য

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File