চেহারা-১

লিখেছেন লিখেছেন গাজী ফরিদ ০৮ এপ্রিল, ২০১৩, ১০:৪৭:৫৬ রাত

স্বাধিনতার ৪২ বছর পার হলেও অর্থনৈতিক মুক্তি মেলে নি দেশটির।এর জন্য প্রধাণ কারণ হিসাবে বলা যায় রাজনৈতিক অনৈক্য। স্বাধিনতার পরে শেখ মুজিব এ দেশের রাষ্ট ক্ষমতা দখল করে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। তিনি সংবিধানের চতুর্থ সংশোধনীবলে ১৯৭৫ সালের ২৪ জানুয়ারী বহুদলীয় সংসদীয় সরকারপদ্ধতির স্থলে রাষ্টপতিশাসিত শাসনব্যবস্থা চালু করেন এবং দেশের মানুষের স্বাধিনতার পথ রুদ্ধ করার লক্ষ্যে সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে এ দেশে 'বাকশাল' কায়েম করেন। এই 'বাকশাল' পদ্ধিতির চেয়ারম্যান পদ দখল করেন শেখ মুজিব। মূলত এখান থেকেই বাংলাদেশে রাজনৈতিক বিলাপ শুরু। ১৯৪৯ বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধিনতা যুদ্ধে দলটি ব্যাপক ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালে 'বাংলাদেশ আওয়ামী লীগ' নাম পরিবর্তন করে রাখা হয় 'আওয়ামী লীগ'। আওয়ামী লীগ চারটি মূল নীতিতে বিশ্বাস করেন যা হলো- জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।

বিষয়: রাজনীতি

১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File