ক্ষমতা ও এর অপব্যবহার
লিখেছেন লিখেছেন বাংলারবিবেক ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩৮:৪১ সকাল
ক্ষমতা এমন এক লোভনীয় বস্তু , যার স্বাদ একবার যে পেয়েছে তার চৌদ্দ সিঁড়িতেও তা ভুলতে পারে না। যার ফলশ্রুতিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে মরিয়া হয়ে উঠে। ফলে যদি কোনো দল একবার ক্ষমতায় যেতে পারে , তাহলে তারা নিজেদেরকেই দেশের সর্বেসর্বা ভাবতে শুরু করে। তারা একবারও ভাবে না যে , গণতান্ত্রিক সরকারের সকল ক্ষমতা জনগণের হাতে। জনগণ চাইলেই যেকোনো দলকে ক্ষমতায় বসাতে পারে এবং ক্ষমতা থেকে নামাতেও পারে। কিন্তু তারা এতদসত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে। তাই এসব সুযোগ সন্ধানী দলের কাছ থেকে জনগণ ভালো কিছুই আশা করতে পারে না। দেশের বর্তমান পরিস্থিতি এ দিকটিকেই বিশেষভাবে ফুটিয়ে তোলে।
প্রিয় পাঠক , আপনাদেরও কি তাই মনে হয় না??
যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে আমাদের দাবি একটাই-
"সুষ্ঠু গণতান্ত্রিক দল বিশিষ্ট একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র চাই।
যেখানে হাঙ্গামা-দাঙ্গামা , জ্বালাও-পোড়াও সংস্কৃতি নাই।"
বিষয়: রাজনীতি
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন