অবশ্যই পড়ুন ...... শুধুমাত্র হেফাজতে ইসলাম সমর্থকদের জন্য ......!!!!
লিখেছেন লিখেছেন জুয়েল ঢাকা ০২ মে, ২০১৩, ০৮:২৬:৪১ সকাল
শুধুমাত্র হেফাজতে ইসলাম সমর্থকদের জন্য ..............
হেফাজতে ইসলাম কে যারা সাপোর্ট করে তারাই বাংলাদেশের খাটি মুসলমান.।।।।
কেননা হেফাজতে ইসলামের প্রত্যেকটি দাবি ঈমানদার মুসলমানদের হাজার বছরের প্রাণের দাবি।।
বাংলাদেশে সহ সারা বিশ্বেই ইসলামের খুটিনাটি বিষয়ে অনেক ভিন্ন ভিন্ন মত রয়েছে .......অথচ এই বিষয় গুলা নিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার ইতিহাস ও আছে.....
অথচ. যত বিভেদ থাকুক...
আল্লাহ ও তাঁর রাসুলের (সা সম্মানের প্রশ্নে ও ইসলামের অন্যান্য মৌলিক প্রশ্নে আমরা কিন্তু ইস্পাত কঠিন একমত .....
আর একমত আছি বলেই তো হেফাজতে ইসলাম এই একবিংশ শতাব্দীতে সারা দুনিয়ার মুসলমানদের জন্য ইতিহাসের পাতায় স্বরনাক্ষরে লেখা থাকবে....কারন ইসলামের পক্ষে এত বড় ঐক্য পৃথিবীর ইতিহাসে আজকের দুনিয়ায় বিরল।।।
>>>>> দেওবন্দী, সালাফী, তাবলিগী, মওদুদী .....এই ওয়ার্ড গুলা গালিতে পরিণত আমরাই কিন্ত করেছিলাম....
খুব সাবধান!!!!!
আমাদের অসতর্কতা নাস্তিক কাফের মুর্তাদদের উথিত করে দিচ্ছে.....
এই চারটি গ্রুপের সাপোর্ট যারা করে তারাই কিন্ত হেফাজতে ইসলামের একনিষ্ঠ সমর্থক .......
নিজেদের ভিতরকার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় গুলা নিয়া সমালোচনা
করে বিদ্বেষ মুলক আর একটা পোস্ট ও আল্লাহর ওয়াস্তে কেউ দিবেন না, দিবেন না।
আমাদের বিদ্বেষ মুলক লিখাগুলো অনেকেই দেখি এখনও কপি পেস্টের উপরই রেখেছেন আরো নতুন নতুন লিখা অনেকেই লিখছি,, এটা কি এই মুহুর্তে ঠিক হচ্ছে???
ভাইয়ে ভাইয়ের ঝগড়া বাইরে প্রকাশ করলে অই সংসারের উপর বাইরের
নতুন প্রভাব বিস্তার করা খুব সহজ তেমনি আমরা যারা ইসলামের মূল প্রশ্নে একমত হতে পেরেছি ইনশাআল্লাহ আমার অপর ভাইয়ের সাথে আজ হোক কাল হোক পুরাটা না পারি কিছুটা হলেও একমত হতে পারবো.....
জ্বী প্রকাশ্যে বিরোধিতা করবো সেইসব নামধারী ভন্ড মুসলমানদের যারা কাফের মুর্তাদদের সাথে নাস্তিকদের সাথে আতাত করে,
যারা ল্যাংটা মানুষকে পীর মানে, যারা খাজা ভান্ডারী ভন্ডামী করে বেড়ায় তাদের
বিরোধিতা করবো তাদের যারা ইসলামের নাম ব্যাবহার করে মাজারের পুজা করে, সমাজে শিরকের গোড়া পত্তন করে ধর্মের খোলসে ....যারা ইসলামের প্রতিষ্ঠা হোক সেটা চায়না বরং ইসলামী প্রতিষ্ঠান ও আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা করে তাও আবার ধর্মের নামে.....
উঠতে বসতে খাইতে শুতে বাজারে ঘরে বাহিরে সর্বজায়গায় সর্বসময় ননস্টপ বিরোধিতা করবেন সেই সব নামধারী ভন্ডামি ভন্ডাগো!!!
কিন্ত ইসলামের স্বার্থে একটু নমনীয় হোন,
এই মুহুর্তে আপনার উচিৎ নয়.....
ডাঃ জাকির নায়েক কে উল্টাপাল্টা কথা বলে এত বড় ঐক্যের ফাটল ধরানো .....
উনি কোর্ট পড়েন না পাঞ্জাবি পড়েন এইটা নিয়া ঝগড়া লাগিয়ে ইসলামের এত বড় সেবককে আলাদাভাবে দেখার ...."মাজহাব নাকি লা মাজহাবের "
এই বিষয় পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে....হেফাজতে ইসলামের সমর্থক মুসলমান ভাইদের বলছি, আমরা মুসলিম ভাইয়েরা এই বিষয়ে অনেক আলোচনা করতে পারবো
যদি আল্লাহ আমাদের ১৩ দফা কবুল করে নেন....আল্লাহর ওয়াস্তে এখন থেকে ইসলামের মৌলিক বিষয়ে একমত হয়ে বৃহত্তর স্বার্থে এই বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মুলক আলোচনা বাদ দেন......
নিজের আপন ভাইকে যেভাবে মুল্যায়ন করেন এই সকল বিষয়ে ইসলামী পরিবেশ এই দেশে সৃষ্টি হলে ঠিক সেভাবেই নিজ ভাইয়ের মত সঠিকটা বুঝাতে পারবেন ...।
কেবলমাত্র আমাদের নিজেদের ব্যাপার, আর কোন
আপনি ইসলামের এই ক্রান্তিকালে পারেন না সারা বাংলাদেশে ।
আপনি ভিন্নমত কে হুট করেই বলতে পারেন না ইহুদী খ্রীস্টানদের দালাল।
.....প্রথমেই বলেছি এই দেশে এই দাবি যারা বিশ্বাস করে ঈমানদার বিশ্বাসী তারাই....
আপনি
চরমোনাই পীর সাহেবের সমর্থকদের ছোট করে দেখতে
আপনি পারেন না কারন উনার রয়েছে লক্ষ লক্ষ ভক্ত যারা সকলেই একবাক্যে হেফাজতে ইসলামের ১৩ দফার সাথে একমত.......
কেউ ভুলের উর্ধ্বে নয় তাই জাকির নায়েক বা চরমোনাই এই দুটিকে মুখোমুখি দাড় করিয়ে ইসলামের তরী তীরে এনে ডুবিয়ে দিবেন না...
.
আপনি কওমী মাদ্রাসার সমালোচনা করতে গিয়ে দিনে দিনে পুরা ইসলামের ক্ষতি কore চলেছেন .....আপনি তাদের ইতিহাস কে অস্বীকার করতে পারবেননা কিয়ামত পর্যন্ত। আজকের এই হেফাজতে ইসলামে ও তাদের অবদান সিংহ ভাগ।
তাবলীগের বিদাত খুজতে গিয়ে তাদের শত্রু বানিয়ে দিয়েন না এই ক্রান্তিকালে.....
তাদের অনেক অনেক ভালো পজিটিভ দিকগুলোর অস্বীকার আমরা কেও করতে পারবোনা...
ইনশাআল্লাহ সময়ের ব্যাবধানে সংশোধন হবেই।
আর মওদুদী মওদুদী বইলা বইলা বাংলাদেশের ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠীর এবং আধুনিকতার সাথে ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ যুবকদের বিরোধিতা আponi করতে পারেন না:
২/১ টা বুঝার. ভুল কে রেফারেন্স দিয়ে মওদুদী সাহেবের সারাজীবনের ইসলামী পক্ষের সকল সফলতা ভুলুন্ঠিত করার অধিকার কারো নেই
"আল্লামা সাঈদী "উনাকে জামায়াতের.নেতা হিসেবে
মওদুদী বলে বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে জীবনে ও মুছে ফেলতে পারবেন না।
এই দেশে আলেমদের ঐক্যের জন্য সারাজীবন কথা বলেছেন উদারচিত্তে....নাস্তিক ও কমিউনিজমের বিরুদ্ধে এই দেশে লাখো মানুষের সামনে প্রকাশ্যে বিরোধিতা করেছেন জীবন বাজি রেখে ...
আল্লামা সাঈদীর ইতিহাস কেউ পারবেনা ম্লান করে দিতে...ইসলামী আন্দোলনের সফলতার প্রতি ভাজে ভাজে কিয়ামত পর্যন্ত এই দেশে ইতিহাসের পাতায় আল্লামা সাঈদীর নাম কিয়ামত পর্যন্ত স্বরনাক্ষরে লিখা থাকবে।
>>>>তাই এই ক্রান্তিকালে ১৩ দফা বাস্তবায়নের হেফাজতে ইসলামী সমর্থক কোন ভাইয়ের সাথে আর কোন দ্বন্দ নয়, শুধুই শ্রদ্ধা আর ভালোবাসা। আর ইনশাআল্লাহ এই ১৩ দফা বাস্তবায়নের ফলে ইসলামী পরিবেশ সৃষ্টি হবে আr তখনই অনেক ভুলের ইতি ঘটবে.....
আল্লাহর কাছে বর্তমান মুসলিম বিশ্বের বিস্ময় হেফাজতে ইসলামের ঐক্য অটুঁট রাখার দুয়া ও আমাদের দাবী কবুল করে নেওয়ার আবেদন জানাই।
আমীন (লিখাটিতে কিছু ভুল হলে জানাবেন....সম্পুর্ন নিজস্ব মতামতের ভিত্তিতে লিখিত))
"Shahadat Hossain Dhaka "
বিষয়: বিবিধ
৩১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন