আল্লাহর ওয়াস্তে দেশটারে বাঁচান
লিখেছেন লিখেছেন ভবিষ্যতের মন্ত্রী ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৩৯:২৫ রাত
টিভি খুলেই দেখলাম, আজকেও মিছিলে পুলিশের গুলি- আবারও নিহত এবং আহত।ফলে আগামীকালের হরতালের পরিস্থিতি কী হবে, সহজেই অনুমেয়। কী হচ্ছে এইসব? আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করেন।আমাদেরকে বুঝতে হবে,হানাহানি করে শান্তি হবে না।সব পক্ষ মিলে আলোচনা করেই একটা মিমাংসায় আসতে হবে। গণজাগরণ পার্টি, জামাত-শিবির,বিএনপি, আওয়ামী ইত্যাদি কোন পক্ষই সম্পূর্ণভাবে অন্যপক্ষের আদর্শ মেনে নেবে না।আবার কোন পক্ষের আদর্শকেই সম্পূর্ণ নির্মূল করা যাবে না।দয়ে করে ভাবুন এবং মন্তব্য করুন কীভাবে একটা ঐক্যমতে আসা যায়।জাতি হিসেবে আমরা আর কতদিন দ্বিধাবিভক্ত থাকব?
বিষয়: রাজনীতি
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন