সত্যতা জানতে চাই: প্রসংগ ডঃ ওয়াজেদ মিয়া
লিখেছেন লিখেছেন ডিজিটাল বদি ১৯ মার্চ, ২০১৩, ০৪:৩৯:২১ বিকাল
এখানে
এক ব্লগারের কমেন্ট থেকে জানলাম -
(১) সাতান্ন বছর বয়সে অবসর আসন্ন হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর এক্সটেন্সনের আবেদন প্রত্যাখ্যান করে পারমাণবিক শক্তি কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেন।
(২) তিনি নিজের নিরাপত্তা সম্পর্কে এতই ভীত হয়ে পড়েন যে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রায় দু মাস প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বঙ্গভবনে গিয়ে অতিথি হিসেবে কাটান। পরে তাঁকে জোর করে নিয়ে আসা হয়।
(৩) চেয়ারম্যানশিপ যাওয়ার পরে একবার তিনি কমিশনে গিয়ে কিছুক্ষণের জন্য একটা গাড়ি ধার চান। তাঁকে তা দেয়া হয় নি । তখন প্রধান মন্ত্রীর অফিসে গিয়ে প্রধান মন্ত্রীর পি,এ যুবলীগ নেতা বাহাউদ্দিন নাসিমের গাড়িটি চান। তিনিও প্রধান মন্ত্রীর নির্দেশে অপারগতা প্রকাশ করেন। রাগের মাথায় ওয়াজেদ সাহেব নাসিমের পাজেরো গাড়ির কিছু ভাংচুর করেন ।
এগুলি কি ঠিক? জানতে চাই। দয়া করে জানালে সত্য-মিথ্যা বুঝতে পারবো। যদিও এগুলি গুরুত্বপুর্ন কিছু নয়, শুধু তর্কের মিমাংসার জন্য জানতে চাই।
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন