আশ্চর্য ঘটনা- সামুতে আসিফ মহিউদ্দীন ব্যান

লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ২২ মার্চ, ২০১৩, ০৮:৩৩:১১ রাত

সূর্য পচ্ছিমে উঠিতে পারে, শিলা জলে ভেসে যেতে পারে, রজনীকান্ত এক ঢিলে ৩টা বেল পাড়তে পারে কিন্তু আসিফ মহিউদ্দিন সামুতে (সামহোয়্যারইন) ব্যান? তাও কি হয়?!! কি ভাবে? আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড – ব্যাপারটা ভাবতে হবে !!! (Click this link)

সামু কি রাজাকার হয়ে গেল?! বাক স্বাধীনতা ভুলে গেল। মানবতা বিরোধী হয়ে গেল শেষে।

এই আসিফের জন্য কত নিক যে সামুতে ব্যানমরহুম বা ইন্তেকাল হয়েছে, অনেক ব্লগার স্বেচ্ছা নির্বাসন বা অবসর নিয়েছেন সামু থেকে। আসিফ যা বলে, তাই বাক স্বাধীনতা, মানবতা, প্রগতি – তার বিপরীত বলা মানে, কট্টরবাদী, মধ্যযুগীয়, মানবতা বিরোধী - আর গালাগালিত আছেই। আর ভাষার কি ব্যবহার।

তবে আসিফ আগেও একবার ব্যান হয়েছিল (নাটকীয় বা ডিজিটাল ব্যান) পরে আবার আনব্যান। স্টার আর ফিল্টার দুজনে দুজনার – তেমনি সামু আর আসিফ দুজনে দুজনার – আসিফ নাই (অর্থাৎ ডাল মে কুচ সফেদ হ্যায়), আমাদের কি হবে, আশাকরি তার মাল্টিগুলো সহি সালামতে আছে। আই ওয়াশের জন্য সে গুলোতো আর ব্যান করার দরকার নাই।

বিষয়: বিবিধ

১৫৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File