বঙ্গবন্ধু ও ক্রিকেট

লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ২২ মার্চ, ২০১৪, ০৩:২৮:৫০ রাত



আজকাল স্কুলে বাচ্চাদের ড্রইং বা ছবি আঁকা বাধ্যতামূলক। ফলে মায়েদের টেনশনের শেষ নেই। বাচ্চারা সব সাবজেক্টে ভালো করলেও, ড্রইং-এ খারাপ করলে জিপিএ কমে যাবে, তাই ছোট থেকে ড্রইং শিখাতে হবে। ফলসরূপ বাংলাদেশে যেখানে সেখানে এখন প্রচুর আর্ট শিখার কোচিং সেন্টার গড়ে উঠেছে।

এরকম একটি ড্রইং কোচিং-এর ক্লাসরুমের দেয়ালে লাগানো বঙ্গবন্ধু’র হাত উঠানো উপরের ছবিটি দেখে এক বেবীক্লাসের বাচ্চা, তারই সহপাঠি ও বন্ধুকে বলছেঃ

১ম বাচ্চাঃ ‘দেখছিস! আউট দিছে।’

২য় বাচ্চাঃ ‘হ্যাঁ, পাকিস্তানকে আউট দিছে।’

দেখুন ক্রিকেট কি ভাবে আমাদের হৃদয়ে ও রক্তে প্রবেশ করে গেছে। অথচ আমাদের প্রিয়দল বাংলাদেশ অজ্ঞাত, অখ্যাত এক দল হংকং-এর কাছে কিভাবে এরকম লজ্জাজনক হার হারে?

প্রিয় মুশফিক বাহীনি – আমরা ব্যথিত, লজ্জিত, দুঃখিত, তবু তোমাদের সাথে থাকতে চাই – বিত্তবৈভব ও আর নামের চাকচিক্যে সমস্ত জাতির আশাটাকে ভুলে যেওনা।

গুডলাক বাংলাদেশ!!!

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195987
২২ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৭
হতভাগা লিখেছেন :







বঙ্গবন্ধুর আদর্শে উনারাও স্ব স্ব পজিশনে খ্যাতিমান
২৩ মার্চ ২০১৪ রাত ১২:৫৬
146533
মাটিরলাঠি লিখেছেন : আপনার কমেন্ট গুলি খুবই লাগসই প্রযুক্তির। অনেক অনেক ধন্যবাদ।

আচ্ছা কমেন্টের উত্তর ছবি এড্‌ করে দিবার কোন উপায় বিডিটুডেতে থাকেল প্লিস হেল্প করুন। আমি পাচ্ছি না।

196151
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৬
প্রবাসী মজুমদার লিখেছেন : একজন শ্রেস্ঠ পিতার কর্মই তাকে পরিচিত করে দেয়। সেটি আমি দেখিনি। দেখেিছি
ভুবুক্ষ সন্তানের আত্মচীতকারে পিতা নিরব
এমন পাষন্ড পিতাকে...
২৩ মার্চ ২০১৪ রাত ১২:৪৫
146529
মাটিরলাঠি লিখেছেন : আমার পরিবার সদস্যরা রক্ষীবাহিনী দ্বারা সরাসরি নির্যাতনের শিকার হয়েছিল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

196265
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
২৩ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
146530
মাটিরলাঠি লিখেছেন : কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আমার ব্লগে আসার জন্যেও।
200971
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ক্রিকেট সত্যিই আমাদের সাথে মিশে গেছে।
১৩ এপ্রিল ২০১৪ রাত ০২:২৮
155378
মাটিরলাঠি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে মনে হয় এখন এমন কোন গ্রাম নেই যেখানে বাচ্চারা ক্রিকেট খেলে না।
201009
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
মাটিরলাঠি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে মনে হয় এখন এমন কোন গ্রাম নেই যেখানে বাচ্চারা ক্রিকেট খেলে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File