মহারানী মিচ্ছেনা সরি গেইলেতো জনগনের কষ্ট কমি যায়।

লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ০৭ ডিসেম্বর, ২০১৩, ০২:১৫:৩২ রাত



ট্রেন ছিল মঙ্গলবার রাত ৭-৪০মিনিটের, সেই ট্রেন ছাড়ল কমলাপুর থেকে বুধবার ১টা ২০মিনিটে, গন্তব্যে পৌঁছাই ৩৭ ঘন্টা পর বৃহস্পতিবার ৭টা ৩০ মিনিটে। এই যাত্রার ভোগান্তির কথা লিখতে গেলে কয়েক পর্বের ব্লগ লেখা যাবে। পুরো রাস্তায় বিভিন্ন লোকের মন্তব্য/কমেন্ট শুনছিলাম। তার সামান্য কিছু উল্লেখ করছি-

“মহারানী মিচ্ছেনা সরি গেইলেতো জনগনের কষ্ট কমি যায়।”**

“একজন মেয়ে শাহবাগের পুড়ানো বাসে ছিল, যার নাম ও মোবাইল নাম্বার প্রত্রিকায় এসেছে, যে গাড়ী থেকে বের হয়ে পুলিশকে বলেছে, আগুন দিতে তিনজন ছিল, তার একজনকে সে চিনে, নাম মাসুদ, সে আওয়ামীলীগের ছাত্র নেতা, পুলিশকে বলার পর থেকেই সেই মহিলা নিখোঁজ, তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।”

“এই মুহূর্তে আর্মি দরকার।” (অধিকাংশ লোকই এটা বলেছেন)।

“দুই মহারানীর একটা মইলে মানুষ এনা আরাম পায়।”

“বিএনপি কেন বিচারকের বয়স বাড়াতে গেল?” আরেকজনের উত্তর, আওয়ামীলীগও একই কাজ করেছিল, বিচারপতি লতীফুর ও সিইসিকে তারাই পছন্দ করে এনেছিল।

“এমপি শাওনের গাড়ী, শাওনের ড্রাইভার, শাওনের নিজের রিভলবার, সেই রিভলবারের গুলিতে ড্রাইভারের মৃত্যু, ড্রাইভারের লাস তারই গাড়ীতে পাবার পরও, মামলার আই/ও বলছে শাওন ফেরেস্তা!”

“তুই ৫ বছর ভাড়া নিছি, মেয়াদ শেষ হইছে, এখনতো তোক ছাড়ি দিবার হবে, না ছাইড়লেতো এইরকম হবিই।” (এটাই সরল সাধারণ গণমানুষের উপলব্ধি)।

“বলেন কি রিস্কের মধ্যে আমরা যাচ্ছি। কেন? উনি আজীবন থাকবেন।”

“এর আগে গণভবন দখল করেছিলেন, পড়ে তা বাতিল হয়। খালেদাকে বাড়ীছাড়া করলেন।”

“বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামীলীগ ১৭৩ দিন হরতাল করেছিল, একটা লোকও মারা যায় নাই, বরং মরেছে সার চাইতে গিয়ে, আর আওয়ামীলীগ ক্ষমতায়, আর বিএনপি হরতাল করলে কত লোক মারা যাচ্ছে।”

“ধরে ধরে জেলখানায় ঢুকাবেন, আবার বলবেন আলোচনা করতে তা কি করে হয়।”

“মানুষের শেষ আশ্রয়স্থল, সেটাও দখলে, তারা বিবেক শুন্য। দরজায় লাথি মারলেও চাকরী পায়।”

...

...

এই ভাবে বিভিন্ন লোকের কথা শুনছিলাম। শেষে আমিও যোগ দিলাম, বললামঃ

“ভাই কেউ যদি খেজুর গাছের মাথায় বসে, তাহলে আর নামতে পারে না বা নামতে চায় না। লগি-লাঠি দিয়ে, গুতা দিয়ে, নামাতে হয়।”

“To Kill is a Sin, But Killing at the Right Time is called Politics.”

আমার এক বন্ধু বলতেন,

“কাজের সময় কাজ করি

প্রতিযোগিতা করিনা,

খেজুর গাছে চড়িনা।"

**“মহারানী মিচ্ছেনা সরি গেইলেতো জনগনের কষ্ট কমি যায়।”

(মহারানী অল্প একটু সরে গেলেইতো জনগনের কষ্ট কমে যায়)

– এই উক্তিটি একজন বর্ষীয়ান মহিলার, যিনি ভিক্ষা করছিলেন। তিনি মহারানী শব্দটি বলেননি, তিনি দু-অক্ষরের অন্য একটি শব্দ বলেছিলেন, যা অশ্লীল বলে পরিচিত, তাই সেন্সর করে দিছি।

আর এটাই সেরা উক্তি।

"আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ প্রতিটি জিনিষের জন্যেই একটি পরিমাণ স্থির করে রেখেছেন।" (আল-কুরআন-৬৫, আয়াত-৩)

বিষয়: রাজনীতি

১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File