আদালতের অভিমতঃ ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়।

লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ০৫ নভেম্বর, ২০১৩, ০৩:১২:০৬ রাত

উচ্চ আদালত বলেছে, নাগরিকের জাগতিক কল্যাণ হাসিল করাই যখন কোন রাষ্ট্রের উদ্দেশ্য, তখন সেই রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না; ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়।(সূত্র)

উচ্চ আদালতের অভিমতঃ ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়।

ভবিষ্যতে হয়ত আমরা জানব, কবর দেওয়া, বিবাহ করা, কুরবানী দেওয়া, খেজুর গাছ লাগানো, ..............., – অমুক অমুক বিধান, ধারা লঙ্ঘন করে তাই এসব বাতিল করা হলো।

“নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম।” (আল-কুরআন-৩, আয়াত-১৯)

“যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।” (আল-কুরআন-৩, আয়াত-৮৫)

“তারা মুখের ফুঁৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে।” (আল-কুরআন-৬১ আয়াত-৮)

নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। (আল-কুরআন-২, আয়াত-১৯০)

যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের। (আল-কুরআন-৫, আয়াত-৪৪)

যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। (আল-কুরআন-৫, আয়াত-৪৫)

যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না, তারাই পাপাচারী (ফাসিক)।(আল-কুরআন-৫, আয়াত-৪৭)

ভাই যারা নিজেদের মুসলমান ভাবেন – আমরা যেন এ বিষয়টা সবসময় মনে রাখি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাস্ট্রীয় জীবন তথা সকল কিছুই চলবে আল্লাহ্‌র হুকুম অনুযায়ী।

আর রাসুলের (সা) এই হাদিস আমাদের বুঝার ও আমল করবার তৌফিক আমাদেরকে দান করুন –

অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে, তাও না পারলে অন্তরে ঘৃণা প্রকাশ কর। মনে রেখ এটা ঈমানের দুর্বলতম অবস্থা।

এই হাদিসে এটা বলা হয় নাই যে আমাদের তৃতীয় স্তরে পড়ে থাকতে হবে, বরং ক্রমান্বয়ে দ্বিতীয় – প্রথম স্তরে উঠতে হবে।

আমরা যেন অন্তত এই বিশ্বাস নিয়ে মরতে পারি, পরকালে ইসলাম ছাড়া অন্য কোন জীবনব্যবস্থা গ্রহণ করা হবে না – এবং অন্য ভাইদের তা বুঝাতে পারি। আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে জানি, বাধ্য হয়ে ইসলামের বাইরে যা কিছু আমরা করছি, করে ফেলেছি, তা আমরা অন্যায় করছি – এ জ্ঞান যেন আমাদের থাকে আর আমরা যেন সীমা লঙ্ঘন করে না ফেলি – আর আল্লাহ্‌ আমাদের ক্ষমা করুন, আমাদের পরীক্ষাকে সহজ করে দিন। আ-মী-ন।

বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File