প্রজন্ম চত্তরের কিছু ছবি। মিডিয়ার ক্যামেরার ভিউ পরিবর্তন

লিখেছেন লিখেছেন দীপ শিখা ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৪:৩২ সকাল

গতকাল বিভিন্ন পত্রিকায় শাহবাগ এর গণজাগরণ এর ছবি দেখছিলাম। একটা বিষয় লক্ষ্য করলাম--'দ্রোহে উত্তাল', 'আগুন ঝরছে', 'স্ফুলিঙ্গ','অদম্য তারুন্য' এ ধরণের শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু পূর্বে যেমন বার্ডস আই ভিউ (পাখির চোখে শাহবাগ) এর ছবি ছাপানো হত, এখন তেমন আর হচ্ছে না। পরে ব্যপারটা বুঝলাম আমারদেশ এর ছবি টা দেখে। আমারদেশ বার্ডস আই ভিউ দিয়েছে। আমার তো মনে হয় গণজাগরণ আর হালে পানি পাইতেছে না। সমাবেশ আয়োজন করে ২১শে ফেব্রুয়ারি, ১লা ফাল্গুন- যেদিন রেডিমেড মানুষ পাওয়া যায়। বইমেলার দর্শনার্থীরা আচ্ছেই।

ছবিগুলো যথাক্রমে সমকাল, প্রথম-আলো, কালেরকন্ঠ, যুগান্তর, ইত্তেফাক থেকে নেওয়া (২০ ফেব্রুয়ারি ২০১৩)

সর্বশেষ ছবিটার সাথে বাকি গুলো মিলালেই বুঝবেন কেন ক্যামেরার ভিউ পরিবর্তন হয়ে গেল।











.............................................

আমার দেশ পত্রিকার ছবি



বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File