টুডে ব্লগে আমি একজন নতুন ব্লগার তবে অন্যান্য ব্লগে বেশ পরিচিত। তাই আসুন সবার সাথে পরিচিত হই।

লিখেছেন লিখেছেন যুবায়ের ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪১:৪৯ সকাল

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ...............

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা..

ব্লগিং জীবনে প্রথম আইডিটি খুলেছি সদালাপে। সেখানে বছরখানেক ধরে ব্লগিং করছি। তার পরে সামহোয়ারিন ব্লগে ব্লগিং করছি ৯ মাস ২ সপ্তাহ ধরে।পোষ্ট করেছি ৪৬ টি মোট ব্লগগুলি পঠিত হয়েছে ২০৭০০বারের মত।

সদালাপের আইডি যুবায়ের আহাম্মেদ

সামহোয়ারিনে যুবায়ের



গতকাল ফেজবুকে একজন টুডে ব্লগের একটি পোষ্ট শেয়ার করায় ব্লগটি সম্পর্কে জানতে পারি। সাথে সাথে আইডি খুলে ফেললাম।

আমি একজন সাধারন মনের মানুষ। ইসলাম সম্পর্কে খুবই অল্প জানি কিন্তু ইসলাম বিদ্বেষীদের মনে প্রাণে ঘৃণা করি।

উগ্রপন্হি ইসলামিক দলকে বা তার অনুসারীদের সমানভাবে ঘৃণা করি।

যে সব বিয়য়ে লিখিঃ

১. সমসাময়িক

২. গল্প

৩. কবিতা

৪. রম্য

৫. ছবিব্লগ


৬.টুকটাক ইসলামিক বিষয়ে

পরিশেষে সকলের প্রতি আবেদন ব্লগে লেখাগুলি পড়ে দেখার এবং উৎসাহ প্রদান করার। আলোচনা সমালোচনা করার তবে তা গঠনমূলকভাবে। আক্রমনাত্নক দৃষ্টিভঙি পছন্দ করিনা।

বর্তমানে শারীরিকভাবে অসুস্হ তাই নিয়মিত হতে পারছিনা..

সবাই দুয়া করবেন যেন দ্রুত সুস্হ হয়ে ব্লগে লেখালেখি চালিয়ে যেতে পারি।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File