আমাদের মা
লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ১৯ মার্চ, ২০১৩, ০৩:৩০:৫৪ দুপুর
দরজার একপাশে দাঁড়িয়ে যে নয়ন জোড়া বড় অধীর,বড় অস্থির,বড় চিন্তিত হতো|যে মায়া মায়া আঁখি জোড়া তাঁর নাড়ী ছেঁড়া ধন ছোট্ট খোকার পথ পানে চেয়ে থাকতো,কখন যে আসবে খোকা,আমার মানিক ধন,আমার প্রাণের স্পন্দন|সে যে সাত সকালে একটু খানি খেয়ে অর্ধপেটে গিয়েছে স্কুলে,আর ওর চিন্তায় মায়ের বুকে ছটফট যেন মা'র ধমনীতে রক্তশূন্যতায় হৃদয়ের জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে|সময় পেরিয়ে যাচ্ছে আসরের আযান মুয়াযযিনের কণ্ঠ থেকে বাতাস পেরিয়ে কর্ণগোচরিত হচ্ছে|অপেক্ষার প্রহর যেন কাটে না|একটুই তো সময়,কিন্তু মায়ের যেন দীর্ঘ দিবস দীর্ঘ রজনীর অপেক্ষার প্রহর গুণা|যেন মহাবিশ্বের কালের ঘড়ি স্থির হয়ে গেছে,বাতাস যেন নিঃস্তব্ধ হয়ে গেছে|শব্দ তাই নিঃশব্দ বোবা পাহাড়ে আটকে গেছে|এ যেন আপেক্ষিক সময়ের ভিন্নতা|এ তো আমাদের মা|এ তো অবনীর অপরূপ মায়ার বাঁধন|আর এমন মায়ের প্রতি আমরা যেন কেমন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি|এ মহান করুণাময়ের প্রতি অকৃতজ্ঞতা|মহান আল্লান পবিত্র কোরআনে বলেনঃ
আমি মানুষকে মা বাবার সাথে সদ্ব্যবহার করার তাকিদ দিয়েছি|মা তাকে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছেন,প্রসবও করেছে দুঃখ কষ্ট সহ্য করে| সূরা -46:15
আমাদের বড় জনম দুঃখীনি মা|যে নিজের পেটের ক্ষুধা আড়ালে রেখে
স্নিগ্ধ,মায়াবী,শোভিত হাসি হেসে
আমাদের খাইয়েছেন|ঈদেয কাপড়
নিজেরা না কিনে আমাদের কিনে দিয়েছেন আমাদের মুখকে কুসুম হাসিতে উদ্ভাসিত করার জন্য|আরে এই মা তো আমাদের জান্নাতের বাহন|যার পদতলে বিছানো জান্নাতেরই জমিন|
রাসূল সা. এক হাদিসে বলেছেনঃসেই ব্যক্তি অপমানিত হোক, যে ব্যক্তি নিজের মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেলো অথবা কোন একজনকে অতপর তাদের সেবা যত্ন করে বেহেশতে প্রবেশ করতে পারলো না|(সংক্ষেপিত মুসলিম)
যে ভালোবাসা থাকার কথা ছিল আজীবন তা যুগের হাওয়ায় মাগো Happy Mother Day তে নিয়ে এসেছি,একদিন দেখবে Happy Mother sec.ও বলার সময় হবে না|আর কতো অকৃতজ্ঞ হবো!মহান আল্লাহ বলেনঃ
তোমরা আমাকে ব্যতীত অবশ্যই অন্যের ইবাদত করবে না এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে থাকবে|তাদের মধ্যে একজন অথবা উভয়েই তোমাদের সম্মুখে বার্ধক্যে পৌছে যায় তাহলে তাদের উফ পর্যন্ত বলবে না এবং তাদের ধমক ও ভৎসনা করে কোন কথার জবাব দেবে না...সূরা বনী ঈসরাইল- ২৩-২৪.
মহান আল্লাহ কত যতনে মায়ের গর্ভে আমাদের প্রতিপালন করেছেন কত মমতা দিয়েছেন আমাদের মায়ের
নিভৃত হৃদয়ের নীলয়ে তারপর আমাদের কত না দয়া করে বলেছেন যে যখন আমাদের গোফ দাঁড়ি গজাবে তখন উফ না বলতে|সুবহানআল্লাহ আসুন আমরা আমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হই তথা কৃতজ্ঞ হই
মহান,মহীয়ান,গরিয়ান.মহাবিশ্বের
প্রতাপশালী স্রষ্টা আল্লাহসোবহান ওয়াতাহালার নিকট |আর আমাদের অসংখ্য মায়েদের প্রতি আকুল আবদার আপনার সন্তানকে পরিপূর্ণ মুসলিম করুন,দেখবেন সে যখন পরিপূর্ণ মুসলিম হবে,সে যখন কোরআনের রং এ নিজেকে রাঙ্গাঁবে,তখন বৃদ্ধ বয়সে আপনার চোখ তাকে দেখে প্রশান্তিতে ভরে উঠবে|পৃথিবীর সব বৃদ্ধনিবাস বন্ধ হয়ে যাবে|বন্ধ হবে বৃদ্ধ বয়সে একটুখানি মমতার জন্য হাহাকার|বাবার ভেজা ভেজা আঁখি থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে ভেজাবে না কোমল বালিশ|আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কোরআনের প্রতিচ্ছবি করে তুলুন|আমীন
বিষয়: Contest_mother
১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন