সাংস্কৃতিক আগ্রাসন
লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৭:৪২ রাত
সাংস্কৃতিক আগ্রাসনের পটভূমি হল মানুষের অন্তর জগৎ|এখানে বিচরণ করে যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদী বেনিয়ারা একটি জাতিকে ভাবালুতায় আক্রান্ত করে নীরব এবং সরব দাসে পরিণত করে|যারা এর দালাল হিসেবে কাজ করেন তারা হল কিছু পানির দরে বুদ্ধির সাথে সাথে বিবেক বিক্রি করা কিছু বিবেকভ্রষ্ট সুশীল|মহান আল্লাহ বলেন-
আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।Sura Bakara(Ayat-11-12)
কোরআনের এই আয়াত সামনে রেখে কেউ একটু চিন্তা করলেই দেখবেন যে কত জীবন্ত হয়ে মানসপটে ভাসে এই চরিত্রের কুশীলবদের|
কোন জাতির অর্থনৈতিক আগ্রাসন,ভূখন্ডগত আগ্রাসনের স্বীকার হলে তা পুনরুদ্ধিত হতে পারে|যেহেতু তা দৃশ্যমান|কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের নামক অদৃশ্য এই ক্যানসার রোগমননচিত্তে বাসা বেঁধে নীরবে ধংস করে জাতির বিশ্বাসের মৌলিক বিষয়গুলো|এ যেন এক নীরব ঘাতক|
দীর্ঘ কয়েক যুগ ধরে বিজাতীয় মিডিয়ার ও দেশীয় দালালদের কল্যাণে এ কর্কট রোগে আজ মহীরুহ রুপ ধারণ করেছে|তাওহীদী চেতনা শুন্য মন মগজ আমাদের| তাই বিনা বাধায় বিষাক্ত অপসংস্কৃতি ঢুকে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে|
হালাকু খাঁ যখন বাগদাদকে তছনছ করে রক্তের বন্যা বইয়ে দিল তখন বাগদাদের সিংহাসন ছিল হেরেম ও সুরা ও গীতবাদ্যের হাতে অসহায়ভাবে বন্দী|সেদিন অপসংস্কৃতির করালগ্রাসে মুসলিম বাগদাদ তাতারীদের কাছে পরাজিত হয়েছিল| ইতিহাসের দুঃখ হল ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না| তাই পুনরাবৃত্তির পদধ্বনি বারবার থেকে বারবার|
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন