আন্তর্জাতিক মিডিয়াতে রেশমা উদ্ধার (!)
লিখেছেন লিখেছেন জাহিদুল হোসেন ১০ মে, ২০১৩, ০৯:৩১:৫১ রাত
দেশের তো মান-সম্মান ইতোমধ্যে কিছু নেই। সরকারের আর সব ভন্ডামির সাথে যদি রেশমা ভন্ডামিও যোগ হয়, তাহলে আন্তর্জাতিক মিডিয়াতে তা কিভাবে আসবে তা ভেবে আজ আমি শঙ্কিত।
CNN, BBC, AL-JAZEERA থেকে শুরু করে সকল আন্তর্জাতিক মিডিয়াতে রেশমা এর খবর লীড নিউজ হিসেবে স্থান পেয়েছে।
এমতাবস্থায়, ব্যাপারটা যদি আাসলেই ভন্ডামি হয়, তা তারা কিভাবে নেবে তা আশঙ্কাজনক।
আল-জাজিরা এর রেকর্ড আছে, যে কোন স্বেচছাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন এ ভুমিকা পালন করার। বাংলাদেশেও আল-জাজিরার তেমন ভুমিকা পালনে এ ঘটনা প্রভাবক হিসেবে কাজ করে কিনা তাই এখন দেখার বিষয়।
বিষয়: রাজনীতি
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন