ইসমাঈল একেবি যখন বিয়ের প্রতিক্ষায়
লিখেছেন লিখেছেন আল্লারাখা ২৪ এপ্রিল, ২০১৩, ০৯:৩৬:৫৭ সকাল
মাত্র দুইদিন অপেক্ষা। অতপর শুক্রবার, অতপর জুমার নামাজের প্রতিক্ষা।
নামাজটা হয়ে গেলেই ইসমাঈল একেবি বসে পড়বেন বর এর আসনে। তারপর বলবেন "আমি কবুল করলাম"।
তিনি মিসরে পড়ালেখা করেছেন, জর্ডানে পড়ালেখা করেছেন। কিছুদিন হল বাংলাদেশে এসে থিতু হওয়ার চেষ্টা করছেন, জার্মানীতেও এ্যাপ্লাই করে রেখেছেন। ব্লগে যখনই দ্বীন ও শরীয়ার বিভিন্ন বিষয় নিয়ে মৌলিক প্রশ্নের উদয় হয়, আমাদের মত ভাসা ভাসা জ্ঞানের অধিকারীরা যখন আস্তে করে কেটে পড়ে, তখনই যে ব্লগার কী-বোর্ড হাতে এগিয়ে আসেন, তিনি কিছুদিন যাবতই বিয়ের জন্য চেষ্টা চরিত করছিলেন, এবং অবশেষে মিলেও গেল একজন আলেমে দ্বীন নারী।
দুই আলেমের মিলিত মোহনা দেশ সমাজ ও মানবতার জন্য কল্যাণকর এক শক্তিশালী স্রোতধারা সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা ব্লগারদের।
এই দুই দিন জনাব ইসমাঈল একেবির কেমন কাটবে সে বিষয়ে তাকে জিজ্ঞেস করলে হয়তো তার স্বপ্নের সুতোয় ছেদ পড়বে, তাই তাকে ডিস্টার্ব না করে শুধু শুভকামনা ও দোয়াই করে যাই ব্লগারবৃন্দ।
উত্তরার নিকুঞ্জে শুক্রবার জুমার নামাজ পড়ার দাওয়াত পেয়েছি। m/
বিষয়: বিবিধ
২৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন