সবার কাছে আহব্বানঃ এগিয়ে নিয়ে যান 'বিডি টুডে ব্লগ" কে, পৌছে দিন সবার কাছে।

লিখেছেন লিখেছেন শিকদার ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১০:১৩ বিকাল

নাস্তিক ব্লগগুলোর ভিরে যখন ব্লগ লেখাই ছেড়ে দিচ্ছিলাম তখনই বিডি টুডে কে পেলাম। আশা করি বিডি অন্য সবার চেয়ে আলাদা হবে। নীরপেক্ষ হবে তাদের মডারেসন প্যানেল। অনেক ব্লগে সত্য কথা বলতে গিয়ে ব্যান খেয়েছি। আর দেখেছি যারা গালাগালী করেছে এবং ইসলামের বিরুদ্ধে লেখেছে তাদের পোস্ট কিভাবে স্টিকি হয় এবং সরকারী ভাবে তাদের জন্য কিভাবে বডিগার্ড নিয়োগ দেওয়া হয়। যাদের কে তর্কে বার বার ধরাশায়ী করেছে তারাই নাকি আজকে ব্লগার।

আর আমরা হচ্ছি আম জনতা, এখন আসলেই বুঝতে পারছি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধাদের পাকিস্তানিরা বলত মীরজাফর, প্রতারক, দেশদ্রোহী। আর যারা পাকিস্তানের পক্ষে কাজ করত তাদের বলা হত দেশপ্রেমীক।

তাই পাঠক এবং ব্লগারদের প্রতি আহব্বান বিডি টুডে কে সবার কাছে পৌছে দিন।

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File