আফসোস

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১০ মার্চ, ২০১৩, ০৮:৪৬:৫৬ রাত

আমার খুবই দুঃখ লাগে যখন দেখি কোন ব্যক্তিকে যিনি দেশের উচ্চ পর্যয়ের কোন পদে থেকে তার দলীয় পরিচিতি বাইরে উঠতে পারেন না। গত সাপ্তাহে পুলিশের হাতে প্রায় শাতাধিক নিরিহ লোক নিতহ হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান একটি কথাও বলেননি বরং যারা এই হত্যাকান্ডকে গনহত্যা বলে অবহিত করেছেন তাদের কঠিন ভাষায় সমালচনা করেছেন। এই নির্মম হত্যাকান্ডকে তিনি হত্যাই মনে করেনি। যেন পুলিশ বাহিনী কোন বিনদেশি শুত্রুকে বদ করেছে, একটি গর্বে বিষয়, আনন্দের বিষয়। যারা মারা গিয়েছে তারা সবাই বাংলাদেশী, তিনি কোন বাঙ্গালী মারা গিয়েছে মনে করেওতো সমবেদানা জানাতে পারতেন্, একটি বিবৃতি দিতে পারতেন, তিনি তা দেননি। সরকারের মন্ত্রীদের ভাষায় তিনি কথা বলেছে। কয়েকদিন আগে সংখ্যালোগুদের বাড়ীতে কিছু দুবৃত্তরা আগুন দিয়েছে, তিনি তাদেরকে সমবেদনা জানাতে গিয়েছেন। মন্ত্রীরা ও কিছু মিডিয়া বলেছে, জামায়াতে ইসলামী সংখ্যালোগুদের বাড়ীতে আগুন দিয়েছে। ডা. মিজানুর রহমানও সেই ইসলামী দলটিকে নিষিদ্ধ করতে বলেছে, কারন যারা সংখ্যালোগুদের বাড়ীতে আগুন দেয়, তারা এদেশে রাজনীতি করাতে পারবেনা। তিনি বলেছেন, তাদেরকে সরকারের একটি নির্বাহী আদেশ দ্বারা নিষিদ্ধ করা যায়। আমার প্রশ্ন তিনি কিভাবে জানলেন, জামায়াত শিবির সংখ্যালোগুদের বাড়ীতে আগুন দিয়েছে। কোন তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত বের হয়নি। তার সাথে কি জামায়াত শিবির পরামর্শ করে আগুন দিয়েছে। নাকি তিনি তাদের সাথে উপস্থিত ছিলেন? একজন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এমন মন্তব্য জাতি কামনা করেনা। তাঁর অতীততো আওয়ামীলীগ তাই তিনি দলের উর্ধ্ধে উঠতে পারেননি্ । এটা আমাদের আফসোস, দুঃখ, আক্ষেপ, আক্রোশ।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File