আমরা সবাই শত্রুর সাথে বসবাস করছি কি?

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৮:০৫ রাত



আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা তবে আমি কাছ থেকে প্রত্যক্ষ করেছি , মানুষ অপরিচিত মানুষের দুঃখ ও সমস্যায় যত দুঃখ পায় এবং আপসোস করে, প্রতিবেশি সমস্যায় পড়লে তত বেশি আনন্দিত হয় বরং কখনো কখনো সে সমস্যায় ইন্দনও জোগায়। অন্যদিকে পতিবেশির সামন্য সফলতায় দুঃখে এতই কাতর ও মর্মাহত হয় যে, সামনে ফেলে সে সফলতা কেড়ে নিবে। প্রতিবেশি প্রতিবেশির যত না ভাল কাজে এসেছে তার চেয়ে বেশি ক্ষতির কাজে এসেছে। অন্যের কাছে প্রতিবেশির সমালোচনা করে আত্মতৃপ্তি পায়। আবার প্রতিবেশির ক্ষতি করা সহজও বটে, কারণ প্রতিবেশির কাছে অন্য প্রতিবেশির দুর্বলতা ও গোপনীয়তা স্পষ্ট। অথচ ইসলাম প্রতিবেশির হক্ব ও অধিকারের প্রতি জোর গুরুত্বারোপ করেছে, সেটা মানুষের কাছে কিতাবি বিষয়। বাস্তাবতায় মানুষের প্রধান শত্রু প্রতিবেশিই। অথচ মানুষ শত্রুর সাথে বসবাস করেও সেটা কমই অনুমান করে।

যদি মানুষ প্রতিবেশির হৈতষ্যী হত, কাঁধে কাঁধ মিলিয়ে চলত, একে অন্যের দুঃখে দুঃখিত, আনন্দে আনন্দিত হত, দুঃখ সুখের সাথী হত, তাহলে বাড়ী-সামাজ কতই না সুন্দর হত। মানুষ কতই না হ্যাপী লাইফ পেত।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177594
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩২
মাটিরলাঠি লিখেছেন : ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ।
177600
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫১
সাদাচোখে লিখেছেন : আপনি ঠিক বলেছেন। দুঃখজনক ভাবে আমরা ইসলামের শেখানো এই গুনটি যথাযথভাবে আত্মস্থ না করে ঠিক তার বিপরীত টিতে নিমজ্জিত হয়ে আছি।

আল্লাহ আমাদের মন মেজাজকে পরিবর্তন করুক - যাতে আমরা আমাদের পরিবার ও পরিজন এর পাশাপাশি প্রতিবেশীর হক আদায় করতে পারি।

ধন্যবাদ। প্রয়োজনীয় একটি বিষয়ে লিখার জন্য।
177630
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৬
শিকারিমন লিখেছেন : সঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File