মন্ডপে আধা ঘন্ট

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৩ অক্টোবর, ২০১৩, ০২:০৪:২৬ দুপুর

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। আজ সকাল থেকে মণ্ডপগুলোতে পালিত হচ্ছে কুমারীপূজা। সারা দেশে সাড়ে ২৮ হাজার মণ্ডপে এ পুজা পালন করছেন হিন্দু সম্প্রদায়। আমার জানা নাই কেন হিন্দুরা একজন কুমারীকে পুজা করে বা করছে। আমার মনের একটি প্রশ্ন জেগেছে, যদি কোন মানুষকে পুজা করতে হয় তাহালে নিতান্তই কুমারীকে কেন? মা-বাবা অথবা কোন মুরুব্বিকে কেন নয়? তারাতো পুজ্য ব্যক্তিত্ব। সন্মানের ব্যক্তি, সেবার হকদার। অনেক আগ্রহ ছিল হিন্দুদের পুজা দেখতে যাব, হুজুর হওয়াতে কোন হিন্দু বন্ধু নিতে রাজি হয় না। আজ একজনের সাথে সল্প সময়ের জন্য দেখতে গিয়েছি। দেখে আমার মনে হয়নি সেখানে কোন পুজা আরাধনা হচ্ছে। মনে হয়েছে আমি কোন মেলায় এসেছি অথবা কোন কনসার্টে এসেছি। এক জায়গায় সওদাগররা হরেক রকম সদাই নিয়ে বসেছে, পাবলিকের প্রচন্ড ভিড়। অন্যদিকে একটি মন্ডপে কিছু পুজারী ও কিছু মধ্য বয়সি মহিলা তৈল মোমবাতি ও এক প্রকার তৈল দিয়ে আগুন ধরিয়ে বিভিন্ন পাতা ও ছোট্ট ছোট্ট পাত্র ও গড়ী দিয়ে পুজা আরচনা করছে। তার পাশের একটি জায়গায় কিছু বাদক উন্মাতাল হয়ে, হেলে ডুলে ঢোল তবল ,বাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে দেবদেবীকে খুশি করছে, তাদের উন্মত্তরার সাথে কিছু পাবলিকও যোগ দিয়েছে। বিষয়টি আমার কাছে বিস্ময় লাগেনি, আমার কাছে আশ্চর্য্য লেগেছে, বাঁশি বাজক সম্প্রতিকার হিন্দি ও ভারতীয় বাংলা ছবির গরম গরম গানের সুর বাজাচ্ছেন। হিন্দুদের দেবদেবী হট গানে খুশি হন সেটি আমার জানা ছিল না। অন্যথায় পুজা কমিটির সদস্যগন ও পুজারীরা আঙ্গুল চুষবেন কেন?

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File