এ দেশে ঘিয়ের চেয়ে শাকে দাম বেশি
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৯ আগস্ট, ২০১৩, ১২:৩৮:৩৭ দুপুর
যে যা বলেন, যেমন নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজের ঝাঁঝ কমেনি, তেমনি পেঁয়াজেরও ঝাঁঝ কমছে না। আমি কখনো ৫ কেজির নীচে পেঁয়াজ কিনিনি, সেই জায়গায় আজ মাত্র হাফ কেজি পেঁয়াজ কিনে বাড়ীতে পাঠিয়েছি। হায় আফসোস! হায় নিয়তি! কোন দেশে বসবাস করছি যে, ঘিয়ের চেয়ে শাকের দাম বেশি। ভাইরে পেঁয়াজ ছাড়া মাছ মাংস খেয়ে মোট হওয়ার সুযোগ আছে। মোটা শরীর নির্বাচনে প্রয়োজন আছে। ভারত বিরোধি যতই করেন, তাদের পেঁয়াজের ঝাঁঝ ছাড়া বাঙালীর শরীর খরম হবে না। খাদ্য সচিব কইছেন, ভারত ও অন্য থেকে পেঁয়াজ আমদানি করে দেশের জনগনের ঝাঁঝ কমাবেন। ৮০ টাকা দামে পেঁয়াজ কিনে কারো শরীরে ঝাঁঝ বেড়েছে কিনা জানি না, তবে আমার আজ হাফ কেজি ৪২ টাকা দিয়ে কিনে ঝাঁঝ বেড়েছে গেছে। সরকারীরের কাছে আমাদের আকুল আবেদন রইল, জাতির ঝাঁঝ কমানের জন্য প্রদেক্ষেপ নেন, নয় তো জনতার ঝাঁঝে দেশে আগুন ধরে যাবে।
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন