শোলাকিয়ায় নাস্তিকের প্রেতাত্মা কথা বলেছে

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৯ আগস্ট, ২০১৩, ১০:৪১:২৬ সকাল

জামায়াত নিস্তেজ হয়ে গেছে, হেফাজত ব্যর্থ হয়েছে,এদেশের তৌহিদী জনতা পরাজিত হয়েছে নাস্তিকদের কাছে, আলেমে ছু ফরিদ উদ্দীন মাসুদের কাছে। আগে পত্রিকায় পড়েছি, কিশোরগঞ্জ শোলাকিয়ায় তৌহিদী জনতা ফরিদ উদ্দীন মাসুদকে অবাঞ্চিত ঘোষনা করেছে। মানববন্ধ করেছে, আন্দোলন করেছে আলেমে ছুর পিছনে কেউ ঈদের নামাজ পড়বে না। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফরিদ নামাজ পড়িয়েছে। ঈমানদারদের ঈমানে কথা বলেনি। বিবেকে বাধা দেয়নি। কোন সহিংসতা ছাড়া নির্বিঘ্নে আলেমে ছু নামাজ পড়িয়েছে, সকল মসল্লিরা তার পিছনে কতারে দাঁড়িয়েছে। এক নেষ্টর পিছনে ছিল লাখো মসলমান। এক ভ্রষ্টে পিছনে ছিল নিস্তেজ ঈমানদারের দল।বাতিলের পিছনে ছিল হক্ব। ঈমান কথা বলেনি শোলাকিয়ার ঈমানদারদের। কথা বলেনি ঈমানী চেতনা। কথা বলেনি রাসুলের প্রেম। কথা বলেছে নাস্তিকের প্রেতাত্মা। ফেরাউনি শক্তি।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File