আগামীকাল খুশির দিন
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৮ আগস্ট, ২০১৩, ০৫:২৫:৪৩ বিকাল
বছর ঘুরে আগামী কাল (সম্ভব্য) ঈদুল ফিতর। মুসলিম জাহানে শ্রেষ্ট খুশির দিন। এই খুশি উৎযাপনের লক্ষ্যে প্রতিটি মানুষ কমবেশি প্রস্তুতি নেয়। কেউ বা বড় সংখ্যক টাকা ব্যয় করে কেউ বা কম এবার কেউ অপর থেকে কিছু টাকা চেয়ে নিয়ে। ঈদের খুশি কেউ একা এক উপভোগ করতে পারে না। তাই সকল মানুষ অবস্থানুযায়ী পরিবারের সকলের জন্য নতুন কাপড় ইত্যাদি খরিদ করেন। সেমাই, ফায়েস ইত্যাদি মিষ্টান্ন রান্না কেরন। যেহেতু ঈদের আনন্দ উৎসব একা একা উদযাপিত হয় না তাই আত্বীয় স্বজনের বাড়ীতে গিয়ে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়। ভাই বন্ধু একে অন্যের সাথে কোলাকুলি করে অতীতের সকল হিংসা বিধ্বেষ ভুলে একাকার হয়ে আনন্দ উপভোগ করে। সেই আনন্দমুখর পরিবেশে হারিয়ে যাওয়ার দিন কাল। সবাই উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।
মহান আল্লাহ ঈদের আনন্দ ঐ সকল বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন যারা রোজা রেখেছেন এবং রোজার যথাযত হক আদায় করেছে, আর যারা রোজার যথাযোগ্য হক আদায় করেন নাই তাদেরকে ঈদ বা খুশি পালন করতে বারন করেছেন। তাদের জন্য ঈদ নেই খুশি নেই। তাদের জন্য রয়েছে ওঈদ (হুশিয়ারী) বা অভিসম্পাদ ।
বিষয়: বিবিধ
৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন