ভাইয়া চলে গেছেন কবে আসবেন কয় নাই

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৫ আগস্ট, ২০১৩, ০১:১১:১৩ দুপুর

ভাইয়া চলে গেছেন, কবে আসবেন বলে যায় নাই। ভাইয়া বড় হয়েছেন সে সুদূর আমেরিকায়। পড়া লেখা করেছেন সেখানে। বিয়ে করছেন ক্রষ্টিনা নামক এক বিদেশীনিকে। বাচ্চাকাচ্চাও হয়েছে সেখানে। ভাইয়া আমেরিকায় প্রথমে আইন ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেন। পন্য ছাড়া ব্যবসা হতে পারে সেটা আমার আগে জানা ছিল না, ভাইয়ার কাছে জানলাম। পরে ভাইয়া ডিজিটালের উপর মেকানিক হয়েছেন। আমাদের মাতাকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের জন্য সেই কনসেপ্ট দিয়েছিলেন। মাতাজান সময়কে একঘন্টা এগিয়ে ডিজিটাল করেছিলেন আর কিচ্ছু ডিজিটাল করতে পারনি, যদিও বাঙ্গালীর সময় কাঁটায় ঘুরে।

ভাইয়া গত ১৬ জুলাই স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশে আইছিলেন। ছোট ভাইদেরকে আশা দিয়েছিলেন। বলেছিলেন, তার কাছে তথ্য আছে আমরা আবার ক্ষমতায় আসবো। অচেতন মতে চেতনা দিয়েছিলেন, ভাঙ্গা মনে আশার সঞ্চার করেছিলেন, দূর্বল দেহে শক্তি যোগিয়েছিলেন। হঠাৎ ভাইয়া কইলেন, কোন এক প্রবাসী স্বঘোষিত মানবাধিকারকর্মী উইলিয়াম গোমেজ নাকি টুইটারের তাকে হত্যার হুমকি দিয়েছে। ভাইয়া ভয় পাইছে। সরকার আইন করে ভাইয়ার নিরাপত্তার ব্যবস্থাও করেছিল ।ভাইয়া মানেন নাই, ভাইয়া ভয়ে টটস্থ হয়েছেন। হঠাৎ বলা নাই কওয়া নাই তিন চার দিন পর ঈদ সেই কথাও আমলে নেন নাই। রাতেই চলে গেছেন আমেরিকায়। নিজেকে বাঁচানোর জন্য। আমাদেরকে ভুলে । হায় আক্ষেপ হায় আপসোস।

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File