এবার পালাবি কোথায়
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৫ জুলাই, ২০১৩, ০৮:৫২:৫৫ রাত
মানবতা বিরুধি অপরাধে অভিযুক্ত অধ্যাপক গোলাম আজমকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল ৯০ বৎসর কারা দন্ড প্রদান করেন। প্রদেয় রায়কে উভয় পক্ষ প্রত্যাখান করেছেন। ক্ষুব্ধ পক্ষদ্বয় আগামী কাল মঙ্গলবার হরতালের আহবান করেছেন।অবশ্য শাহবাগের আন্দোলনকারী ১১ ছাত্রসংগঠন জামায়াতের আগে হরতালের আহবান করে। ১১ ছাত্রসংগঠনের পক্ষে ছাত্রমৈত্রীর বাপ্পাদিত্য বসু এই হরতালের ডাক দেন। ১১ ছাত্রসংগঠনের বক্তব্য, “যেহেতু সব অভিযোগ প্রমাণিত, তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেটা হয়নি। এ রায় প্রহসনমূলক।” অন্যদিকে জামায়াত বলছে, “একাত্তরের সময় যে ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল না, তার বিরুদ্ধে এমন রায় পক্ষপাতদুষ্ট ও ন্যায়ভ্রষ্ট।” আবার গণজাগরণ মঞ্চ আরো একটি কর্মসূচী দিয়েছে, তাদের ভাষায় প্রদেয় রায় হস্যকর তাই অট্টহাসির কর্মসূচী। এই কর্মসূচীর নাম দিয়েছে " আসুন আর হাসুন" । জাগরণ মঞ্চের মখ্যপাত্র ইমরান এইচ সরকার আগামী কাল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবানও জানিয়েছেন।
আমার অবাক লাগে এ ব্যক্তি কোন দেশের সরকার যে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলে। এতো দিনতো সরকারের কাঁধে উঠে কাচ্চি বিরিয়াণী খাইছে, সরকার তাদেরকে সরাসরি সকল প্রকার নিরাপত্তা দিয়েছে। এখনতো তারা সরকারের কাঁধে বোজা হয়ে গেছে তাই মাহবুবুল আলম হানিফ বলে দিয়েছেন, "এ রায় কারো প্রত্যাশিত না হলে কোন প্রকার বিশৃঙ্খলা করবেন না"।
করলে কিন্তু খবর আছে। ৫ সিটি নির্বাচনে সরকার হাডে হাডে টের পাইছে। তার পরও এই মানুষটি সাহস কোথা থেকে পায়? বাম ১১ সংগঠন যাদের বাংলাদেশে ২০ হাজার সমর্থক নাই তারা কি করে হরতালের মত কর্মসূচী দেয়। আগে সরকার পুলিশ বাহিনী দিয়ে তাদের হরতাল সফল করিয়েছে। এবার কে করবে। সরকার তাদেরকে বাঁশ দিতে প্রস্তুত। বিষয়টি আঁচ করতে পেরে এখন শুনছি তারা হরতাল প্রত্যাহার করবে। নাম দিবে জামায়াত শিশির হরতালের কর্মসূচী দিয়েছে তাই আমরা প্রত্যাহার করছি। বিষয়টি যদি সেরকম হয় তাহলে বুধবার তারা হরতালের আহবান করবে। যদি না করে তাহলে বুঝবেন, তাদের বাবারা তাদেরকে কাঁধ থেকে সত্যিই নামিয়ে দিয়েছে। তাদের আর পালাবার রাস্তাও থাকবেনা। ইঁদুরের মত গর্ত খুঁজবে।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন