সরকারী চাকুরীতে কোট পদ্ধতি অসার
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৩ জুলাই, ২০১৩, ১০:১৮:৫৬ রাত
গণতন্ত্রের প্রবর্তনকরী জন আব্রাহামের কাছে এসে এক ভদ্রলোক বললো, মিঃ জন আপনি আমার ছেলেকে উমুক চাকুরী দিতে হবে। জন আব্রাহাম বললেন, কেন?
ভদ্রলোক কারন আমার পিতা (ভদ্রলোকে ছেলের দাদা) প্রিডমফাইটার ছিলেন, তাই। জন আব্রাহাম বিনীয়ের সাথে বললেন, আপনার পিতার আমি এবং পুরো আমেরিকা বাসী কৃতজ্ঞ, তিনি দেশের অনেক সেবা করেছেন তবে এবার দেশের জনগনকে সেবা করতে দিন।
আমাদের দেশে সুবিধাভুগীদের অভাব নাই। মাথায় এলো অমনি রাস্তা বের করে ফেললো। মুক্তিযোদ্ধরা আমাদের দেশের সম্পদ তাদের সেবা করা জাতির কর্তব্য। আমার মনে হয় তারা দেশের যোগ্য সন্তান হলেও তাদের সন্তানদেরকে যোগ্য করে তুলতে পারেননি। তাই তারা " আমরা মুক্তিযুদ্ধার সন্তান" নামক সংগঠন করে সুবিধাভোগের জন্য প্রস্তুত করে ফেললেন। এবং তারা সরকারী চাকুরী কোটার পক্ষে অবস্থান নিয়েছেন। মেধাবীদের ও যোগ্যদের সরকারী চাকুরীতে সুযো্গ না দিয়ে মুক্তিযুদ্ধাদের অযোগ্য সন্তনদেরকে যদি সুযোগ দেয়া হয় তাহলে দেশে সুবিধাভোগই বাড়বে। দেশ উন্নতি হবে না। সুতারাং মেধাবীদেরকে দেশবাসির সেবা করার সুযোগ দেয়া উচিত। তাহলে দেশ মেধাবীদ্বারা পরিচালিত হবে।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন