আওয়ামীলীগের পন্ডিতি হিসাব

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৯ জুলাই, ২০১৩, ০১:০৫:১৫ দুপুর

চারটি সিটি নির্বাচনে আওমীলীগের মনোনিত পার্থীর পরাজয়ের পর সরকারদলীয় নেতাকর্মী ও নীতি নির্ধারকরা বিচলিত হয়ে পড়েন। তাই তারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নেন। না হয় তাদের ইজ্জতের সাওয়াল। তাই প্রধানমন্ত্রী তোফালেয় আহমদকে নির্দেশ দিলেন, যে করে হোক গাজীপুর আমি চাই চাই। তোফায়েল সাহাবতো কোমর বেধে দল বল নিয়ে গাজীপুর চলে গেলেন। জাহাঙ্গীরকে অপহরণ করা হল। তাকে আজমতকে সমর্থন করতে বাধ্য করা হলো। প্রসাশনকে আজমতের পক্ষে কাজে লাগালেন। রির্টানিং অফিসার ও প্রিসাইডিং অফিসার হিসাবে ছাত্রলীগের সাবেক নেতার নিয়োগ করলেন। আওয়ামীলীগের নেতা সহ সুন্নী মোল্লা ও তরিকত ফেডারেশন এর ভুয়া হুজুর ও ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে ভাতা দিয়ে গণ সংযোগ করালেন। আওয়ামীলীগের অংক কষলেন তারা গাজীপুরে জয় লাভ করবেন। কিন্তু বিধিবাম, তারা পরাজয় বরণ করলেন। সবার মাথায় বাজ পড়লো। তারা চিন্তায় পড়লেন, জয়ের অংকতো ঠিক ছিল, কিন্তু আমরা হারলাম কেন। আওয়ামীলীগের অংকের হিসাব দিখে আমার জনৈক শিক্ষকরে কথা মনে পড়ে গেল। তিনি ক্লাসে একটি গল্প বলতেন।

গল্পটি নিম্নরূপঃ

এক অংকশাস্ত্রের পরাদর্শি গরু গাড়ী করে সপরিবারে শ্বশুর বাড়ী যাচ্ছেন, মাঝ পথে একটি খাল পড়ছে।

গাড়োয়ান বলছেনঃ স্যার খালে পানি বেশি গরুগাড়ী নিয়ে খাল পার হওয়া যাবে না।

গণিতের পন্ডিত ইশৎ চিন্তিত হলেন। ভাবতে লাগলেন বৌ বাচ্চা নিয়ে কি ভাবে খাল পার হওয়া যায়। তিনি অংক কষতে বসে গেলেন। গাড়োয়ানকে ডাকলেন।

গাড়োয়ান ! তুমি এক কাজ কর। খালের পানি মাপ। দেখ খালে পানি কত।

গাড়োয়ান দেখলেন, খালের কিনারে পানি ১ (এক) ফূট একট সামনে ২ ফুট, মাঝ খালে ৭ সাত ফুট। গাড়োয়ান পানি মেপে পন্ডিত সাহেবকে পানি বৃত্তান্ত দিলেন।

পন্ডিত সাহেব হিসাব কষলেনঃ কিনারে ১‌ফুট, একটু সামনে ২ দুই ফুট মাঝ খালে ৭ ফুট। তাহলে এভারেজ হয় দেড়ফুট। গরুগাড়ী চাকা হল ৩ ফুট । সুতারাং খাল পার হওয়া সম্ভব। গাড়োয়ান ডেকে বললেন।আমি হিসাব করে দেখছি, খাল পার হওয়া যাবে । অতএব, তুমি চালাও। গাড়োয়ান ভিত সংত্রস্ত হয়ে খুবই বিনীয়ের সহিত বলল, স্যার খালে পানি বেশি খাল পার হওয়া যাবে না, সবাই মারা যাবেন।

পন্ডিত সাহেব গাড়োয়ানকে ধমক দিয়ে বললেন, আরে বেটা আমি হলাম অংকশাস্ত্রের পরাদর্শি। আমি অংক কষে দেখলাম খাল পার হওয়া সম্ভব । তুই বেটা মর্খ হিসাবের কি বুঝবি। তুই গাড়ী চালা। খাল পার খুবই ইজি।

গাড়োয়ার ভয়ে চুপ করে গেলেন। পন্ডিতের ভয়ে । গরু গাড়ী চালাতে লাগলেন।

কিছু দুর যাওয়ার পর পন্ডিত সাহেব দেখলেন, পানিতে তার বাচ্চা ঢুবে মারা গেছে। আরেকটু সামনে যাওয়ার পর তার বৌ মারা গেছে। কোন রকম জানে বেঁচে পন্ডিত আর গাড়োয়ান অপর পাড়ে পৌঁছলেন। পাড়ে পৌছে পন্ডিত সাহেব বসে বসে চিন্তা করতে লাগলেন। বাচ্চা ঢুবল কেন, বৌও ঢুবে মরল কেন হিসাবতো ঠিক ছিল।

আওয়ামীলীগ বর্তমানে বসে বসে চিন্তা করতেছে, তারা হারলো কেন তাদেরওতো হিসাব ঠিক ছিল । তারা ৫টি সিটিতে তারা হারলো কেন, আসলে তারা পন্ডিতের মত তারাও ডুবছে দেশটাকেও ডুবাইছে। আসলে তাদের গাজীপুর সিটি জয়ের হিসাব ঠিক ছিল, কারন তারা হিসাব করেছিল পন্ডিতি মাথায়। পন্ডিতরা সচরাচর সাধারণ মানুষের কথা ভাবে না। সাধারনের ভাবের প্রতি কর্ণপাত করেনা। নিজেরা বড় পন্ডিত, পন্ডিত্বতাই তাদের হবি।

তারা খেয়ালি কেরেনি যে, দেশের মানুষ থেকে তারা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাদের নৌকা সগর নয়, নদী নয় খালে ডুবে গেছে।

বিষয়: বিবিধ

২৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File