আশ্চার্য খবর স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক উদ্বোধন করেছেন!!!!!!!!

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ২৬ জুন, ২০১৩, ০৯:১১:৪৬ রাত

শাহবাগে প্রজনন চত্তরে তথা কথিত তরুনরা দাবী করেছিল, দেশে জামায়াতে ইসলামীর অর্থের উৎস সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার জন্য। বিশেষ করে ইসলামী ব্যাংক বন্ধ করার জোর দাবী উঠে। এ নিয়ে অনেক মন্ত্রী এমপিদেরও বক্তব্য দিতে শুনেছি। জনগন ভয়ে দেশের বিভিন্ন স্থানে তাদের আমানত উত্তলন করারও খবর বেরিয়েছে। দেশেল অন্য মানুষের মত আমার অন্তরেও অবাস্তব হলেও সে ভয়টি কাজ করেছিল। আলেমে সু পরিচিত ফরিদ উদ্দীন মাসউদও ইসলামী ব্যাংকে টাকা লেনদেন করাকে হারাম বলে ফতওয়াও দিয়েছেন। যদিও তার একাউন্ট ইসলামী ব্যাংকে আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর মহোদয় জামায়াতের অর্থের উৎসের ব্যপারে ব্যবস্থা নিবেন বলেও মন্তব্য করেছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক উদ্বোধন করেছেন!! ব্যাপারটি কেমন কেমন জানি। সংবাদ বেরিয়েছে, (২৭/০৬/২০১৩ইং) বুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারবাজারে ইসলামী ব্যাংকের ২৭৭তম শাখা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী ‘ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। এ ব্যাংক সকলের বলে মন্তব্য করেন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘ইসলামী ব্যাংকের প্রতি সরকার যে সদিচ্ছা দেখিয়েছে, তা আপনারাও দেখাবেন।’ সাচার ও কচুয়ার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সাচার ও কচুয়াকে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে আমি বদ্ধপরিকর।’

যে যা বলেন, ব্যপারটি আমার বিশ্বাস হয়না। কারন যে মন্ত্রীরা ইসলামী ব্যাংক বন্ধ করার ব্যপারে বদ্ধপরিকর সে মন্ত্রীরাই ইসলামী ব্যাংক উদ্বোধন করতেছেন! যদি সংবাদটি সঠিক হয় তাহলে পর্দার আড়ালে কি গঠেছে তা দেখার বিষয় আছে। কত টাকা নিয়ে মন্ত্রী রাজি হয়েছেন তাও দেখার বিষয়। ইসলামী ব্যাংকতো কাগজে ইসলাম কাজে কি ইসলাম আছে? সে বিষয়ে অনেকের প্রশ্ন আছে।তারাতো লেনদেনে সিদ্ধহস্ত।সকল সরকারের শেষ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিয়োগ দিয়ে এবং বিভিন্ন হীন কাজ করে টাকার পাহাড় গড়ে। বিএনপি সরকারের শেষ সময় আইনমন্ত্রী প্রতিমন্ত্রী ৩০০ জন কাজী নিয়োগ দিয়েছেন। এবং প্রত্যেক কাজী থেকে চার লক্ষ টাকা করে নিয়েছেন। একদিনে নিয়োগ পত্রে ৩০০টি স্বাক্ষর করে একজন মন্ত্রী ৩ কোটি টাকা মালিক হলে অন্যদিন কি করেছেন বলাই বাহুল্য।

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File