হেফাজতে ইসলামী কোরআনে আগুন দিয়েছে!
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৭ মে, ২০১৩, ০৬:০০:১৪ সন্ধ্যা
হেফাজতে ইসলামের কর্মীরা কোরআনে আগুন দিয়েছে বলে অভিযোগ করছে, আওয়ামীলীগ ও তাদের দুসর হলুদ মিডিয়াগুলো । আমার ভাবতে আশ্চার্য লাগে, যারা নাস্তিকদের পক্ষ নিয়েছে, বাম-রামদের নিয়ে যাদের সংসার, ইসলামের বিরুদ্ধে দু'একটি কথা না বললে যাদের ঘুম হয় না, সকালে পায়খানা হয় না, হঠাৎ কোরআন পুড়াতে তাদের এত দরদে উৎলে উঠলো কেন, ইসলামের প্রতি এত মায়া জাগলো কেন? শয়তান যখন কোন ভাল কাজ করে বঝে নিতে হবে ডাল মে কুছ কালা হায়। যে আলেমরা ইসলামের হেফাজতের জন্য আন্দোলন করছেন তারা কোরআন জ্বালাবে! বিশ্বাস করা যায়! কোরআন পড়া যাদের কাজ, পড়ানো যাদের কাজ, কোরআনের উপর আমল করা যাদের কাজ তারা কোরআন পুড়াবে কোন দুঃখে? আমি যদি আপনাদেরকে বলি ঢাকার রাম মন্দিরে হিন্দুরা আগুন দিয়েছে, কোন বোকা বা হাঁধারাম বিশ্বাস করবে? না। তাহলে আলেমরা কোরআনে আগুন দিয়েছে এই কথা কোন বোকাও কি বিশ্বাস করবে? আসলে ওনারা জনগনকে বোকা মনে করেন । বাস্তবে এদেশের সাধারণ মানুষ এতই বোকা? তাদের বানাওয়াট কথা বিশ্বাস করবে। এক বাদশা সপ্ন দেখেছেন, এবারের বর্ষার পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। তাই বাদশা কিছু পানি সংগ্রহ করে রেখেছেন। তার সপ্নের কথা ঘোষনার পূর্বে বৃষ্টি হয়ে যায়। তাই সাধারণ মানুষ বৃষ্টির পানি পান করে তাদের মাথা গেল উল্টে তাই মাতলামী ও আবল তাবল বকতে শুরু করলো। বাদশা তার সংরক্ষিত পানি পান করে সাভাবিক থাকাতে সাধারণ মানুষ জ্ঞান করলো বাদশ পাগল হয়ে গেছে। আমাদের আওয়ামীলীগের লোকজন ও তথাকাথিত টাক মাথাওলা বুদ্ধিজীবিগন ভারতের শুরা খেয়ে আমাদের সাধারণ মানুষকে বোকা জ্ঞান করেতেছে। এখন বিভিন্ন পত্র পত্রিকায় আসছে উক্ত জায়গায় বইয়ে দোকানে আগুন দিয়েছে যুবলীগের কমীরা বিশেষ করে দেবাশীষ নামক এক যুবলীগ কর্মী । এমন হীন কর্ম নাই যা এরা করতে পারেনা। এদের দ্বারা সকল কর্মই সিদ্ধ। এদের কাছে ধর্ম কি কোরআন কি? এরা আপন স্বার্থে মাকেও বিক্রি করতে পারে। তাই হেফাজতকে বির্তকিত করতে ধর্মানুভুতিতে আঘাতের ইস্যু, কোরআন পুড়ানোর ইস্যু।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন