হেফাজত কমীদের হত্যাকান্ডের জন্য খালেদা জিয়ার বিচার চাই

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৭ মে, ২০১৩, ০৩:৫৩:৪৬ দুপুর

গত ৫/৫/২০১৩ই দিবাগত রাতে হেফাজতে ইসলামের কর্মীদের উপর ইতিহাসের ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সরকার। সেই রাতে তথ্য প্রকাশের ভয়ে তারা দিগন্ত টিভি ও ইসলামী টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, পাঁচ হাজার কেউ বলছেন পচিঁশ শত, আমার এক বন্ধু বললো বিশ হাজারেরও উপরে আবার কেউ বলছেন, কয়েক শ'। আমার মতে বিশ হাজার ৫ হাজার হবে না। কারন যেখানে মৃতের সংখ্যা বিশ হাজার হবে সেখানে আহতের সংখ্যা অন্তত ৫০ হাজার হতে হবে, আর ৫ হাজার মৃতের সংখ্যা হলে আহতের সংখ্যা অন্তত ২০ হাজার হতো। কিন্তু সে সংখ্যক লোক ঢাকার কোন হাসপাতালে ভর্তি হয়নি। তাই বলতে পারি শহীদের সংখ্যা কয়েক শত হবে। যেখানে আহতের সংখ্যা হাজার তিন। আর যদি সরকার আহতেরও হত্যা করে গায়েব করে ফেলে সেটা অন্য কথা। তবে আমার সে রকম মনে হয়না। সর্ব'পরি আল্লাহই ভাল জানেন এবং সত্য কথনো গোপন থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পাবে। যতজনকেই হ্ত্যা করা হয়েছে, তার দায়ী কিন্তু বেগম খালেদা জিয়া। হেফাজতে ইসলাম কর্মীরা তাদের দাবী আদায়ের জন্য রাতে অবস্থান করেছেন। বিএনপি সর্মথন জানিয়েন ভাল কথা। কিন্তু ১৮ দলের নেতা কর্মীদের হেফাজতে ইসলামের পাশে দাঁড়ানোর জন্য নিদের্শ দেয়াতে সরকার ভয় পাইছে যে, আজকে রাতে যদি হেফাজত কর্মীদের থাকতে দেয়া হয় তাহলে কালকে সরকার পতনের কারন হয়ে দাঁড়াবে। তাই যে কোন মূল্যে হেফাজত কমীদের শাপলা চত্তর থেকে বিতাড়িত করতে উক্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। তাতেও সাধরন মানুষের প্রশ্ন ক্ষমতায় থাকতে কি এভাবে হত্যাযজ্ঞ চালাতে হয়? যে যাই বলেন, এই হত্যাকান্ডের জন্য হাসিনাকে নয় খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় নিতে হবে। আপনাদের কি মতামত ।

বিষয়: বিবিধ

১৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File