বিদাই
লিখেছেন লিখেছেন আইনজিবি ০২ জুলাই, ২০১৩, ০৪:৩২:৫৬ বিকাল
বিদায়ের লগ্নে তোমার চোখের
জ্বল টুকু পারলে না ধরে রাখতে।
বিদাই তো অতি সহজ
পারলে না তা দিতে
পারবে কেমন করে।
ঐ পাকা পিচের রাস্থায় দাড়িয়ে
বিদাই দিয়ে দিলে,
পথের মাঝে যখোন
উঠে মনে মনে
মন চাই ফিরে যেতে
তোমাদের পানে।
গুখের মাঝে দুখের আগুন
জ্বল কেমন করে
বিদাই বিদাই বলে
জ্বয়ের ধনি তুলে।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন