পজিটিভ দৃষ্টিভঙ্গীই আপনার জীবন পাল্টে দিতে পারে
লিখেছেন লিখেছেন পাগলা বস ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৪:১৪ সন্ধ্যা
আমাদের সমাজে/পরিবারে কেউ কেউ আছেন ,প্রায় প্রতিটি কাজেই নেগেটিভ মন্তব্য করেন , যার কারনে আমরা অনেক সময় সহজ কাজেও মনোবল হারিয়ে ফেলি l আচ্ছা ভাই , কোন কাজে অন্যের কথায় কান না দিয়ে নিজের মত করে করলে কি হয় !!! একদম না করার চেয়ে করতে গিয়ে হারলেও সমস্যা নেই , এতে অভিজ্ঞতা ঝুলি টাও বড় হবে l আর জিতলে তো কথা...ই নেই ,অভিজ্ঞতাও বাড়ল কাজটি ও হল l বাট আশা রাখতে হবে মশাই
নেগেটিভ মনোভাবের কারনে যা হয়ঃ
*মানসিক চাপ বেড়ে যায় ,
*হতশায়ও ভোগতে পারেন ,
*আশেপাশের মানুষের সাথে তিক্ততার পরিবেশ সৃষ্টি হতে পারে ,
*এমন কি জীবন লক্ষ্য উদ্দেশ্যহীনও হয়ে পড়তে পারে l
তাহলে হুদায় নেগেটিভ মাইন্ড নিয়ে থাকবেন ক্যান মশাই !!!
কস্ট করে হলেও মনোভাবের পজেটিভ করেনঃ
*ফলে আপনার ধৈর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই কথা টা গ্যারান্টি দিয়ে বলা যায় l
*মানসিক চাপ কমে যাবে ,
*সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ তৈরি হবে l
জীবন টা একান্ত আপনার , তাহলে এটা আপনাকেই গোছাতে হবে ভাই l
একটা কথা মনে রাখবেনঃ
নেগেটিভ মনোভাবের লোকজন সব সময়ই সমালোচনা করে এবং অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যায় l এদেরকে সুধরানো সম্ভব না হলে কৌশলে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ l
সবাই ভাল থাকবে , দোয়া কামনা রইল ;
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহা জাতকের আগমন
ব্যবসার ধান্ধা কি খুব মন্দা যাইতাছে বস ?
বাংলাদেশীরা সাবধানী দৃষ্টিভংগীর অধিকারী হলে পথে ঘাটে চলাচলে যেমন নিরাপদ থাকেন ঠিক তেমনি ঘরে দুয়ারে মিডিয়ার মিথ্যা ও প্রতারনা সযত্নে এড়াতে পারেন।
মন্তব্য করতে লগইন করুন