মিথ্যাচার ও শহীদ শব্দের অপব্যবহার
লিখেছেন লিখেছেন মনসুর আহামেদ ০৩ মার্চ, ২০১৩, ০৯:০৭:৪৫ সকাল
নিজেদের মৃতদের শহীদ বলার ক্ষেত্রেও তারা আশ্রয় নিয়েছে প্রচন্ড মিথ্যাচারের। শহীদ শব্দটি একান্তই ইসলামের নিজস্ব পরিভাষা। শব্দটি কি বাংলা বা সংস্কৃত থেকে এসেছে? শহীদ কি কোন কাফের বা মুরতাদ হতে পারে? আল্লাহর উপর যাদের ঈমান নেই এবং জান্নাত ও জাহান্নামের উপর যাদে বিশ্বাস নাই,তাদের আবার শহীদের ধারণা আসে কোত্থেকে? ইসলামে শহীদের মর্যাদা বিশাল। আল্লাহতায়ালা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। বলা হয়েছে,তারা জীবিত। ইন্তেকালের পরও আল্লাহর পক্ষ থেকে তারা খাবার পেয়ে থাকেন। এবং তারা পুরস্কৃত হবেন মহা নিয়ামতপূর্ণ জান্নাত পাওয়ার মধ্য দিয়ে। শহীদ তো তারাই হয় যাদের মনে মহান আল্লাহর উপর অটল বিশ্বাস থাকে এবং তারা যুদ্ধ করে একমাত্র আল্লাহর রাস্তায় এবং প্রান দেয় ইসলামের বিজয়ে। যারা রাব্বুল আলামীন মহান আল্লাহ ও তাঁর রাসূলকে গালীগালাজ করে এবং শরিয়তের প্রতিষ্ঠার বিরোধীতা করে তারা কি করে শহীদ হয়? তাদের মৃত্যু তো কাফেরের মৃত্যু। মৃত্যু তাদের জীবনে জাহান্নামের আযাব ডেকে আনে।
তথ্য সূএে: http://www.drfirozmahboobkamal.com/
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন