শিবিরের ওয়েবসাইট হ্যাক

লিখেছেন লিখেছেন সাংবাদিক ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১৩:৪৯ সকাল

http://ukbdnews.com/country/1280-2013-02-23-04-10-38.html



জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওয়েবসাইট হ্যাক করে শাহবাগের নামে উৎসর্গ করা হয়েছে।

শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (http://www.shibir.org.bd) হ্যাক করে হোম পেইজে ইংরেজিতে লেখা হয়, “দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহাবাগ। মাই ওয়ার ইজ ডিক্লিয়ার এগেইনস্ট ইউ।”

হ্যাকর তার পরিচয় দিয়েছেন ‘XTOR’; এরপর সবুজ বন্ধনী চিহ্নে লাল হরফে লেখা হয় ‘প্রাউড টু বি এ বাংলাদেশি’।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী দল জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনের মধ্যেই এ ওয়েবসাইট হ্যাক করা হলো। আর সারা দেশে এই জাগরণের কেন্দ্রে রয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File