অবস্থা ভয়াবহ :: দোয়া করবেন।

লিখেছেন লিখেছেন আবু সাকী মাহবুব ০৫ মে, ২০১৩, ০৩:৪২:১৫ দুপুর

আমার বন্ধুর ভাই ‘আমিনুল ইসলাম জুয়েল’ (টুডে ব্লগের ব্লগার ‘বইঘর’) বর্তমানে দৈনিক বাংলা মোড়ে অবস্থান করছে।

তার সাথে ফোনে কথা বলতে বলতে আমি অন্তত পঞ্চাশটি গুলির শব্দ শুনেছি। এর পর তার ফোন বন্ধ হয়ে যায়। সবাই দোয়া করবেন।

শেষবার যখন তার সাথে কথা বলি তখন পাশের বন্ধুর রক্তে তার সারা শরীর রঞ্জিত ছিল।

আহত ও নিহতদেরকে হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা নেই।

সবাইকে বাইতুল মোকাররমের সামনে ‘স্তুপ’ দিয়ে রাখা হচ্ছে।

আমার ছোট ভাই মাসুম এবং চাচাতো ভাই যায়েদও মতিঝিলে অবস্থান করছে।

সবার সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন।

আবারও দোয়া চাচ্ছি।

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File