আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আমাদের ভাষা চর্চার একাল সেকাল

লিখেছেন লিখেছেন তীরন্দাজ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৪:২০ রাত



মাতৃভাষার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দেয়ার ঘটনা বোধ হয় পৃথিবীর আর কোথাও নাই। ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য সংগ্রামের ইতিহাস আমাদের অহংবোধকে জাগিয়ে তোলে। কিন্তু ইদানিং ডিজুস প্রজাতির একশ্রেণীর তরুণরা বিদেশী ভাষার সাথে বিশেষ করে হিন্দির সাথে বাংলাকে মিশ্রণ করে অদ্ভুত ভঙ্গীতে আওড়াতে দেখে বমনেচ্ছা জাগ্রত হয়! বাংলা ভাষার সাড়ে বারটা বাজিয়ে চলছে আর.জে রা। বর্তমানে বাংলা ও ইংলিশ মিশিয়ে “বাংলিশ” নামের আরেকটি ভাষা চর্চা শুরু হয়েছে। যা আমাদের মন্ত্রি-তন্ত্রী থেকে শুর করে সাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত ব্যবহার করে যাচ্ছে। এই ‘বাংলিশ’ ভাষার রোল মডেল হচ্ছে আমাদের “আবুল মাল”। তার ‘বাংলিশ’ চর্চা দেখে মাঝে মাঝে যথেষ্ট বিনোদিত হই। তাছাড়া বিভিন্ন সভা-সেমিনার এবং টক শো তে লক্ষ্য করলেও আমরা এই প্রবনতা দেখতে পাই।সন্দেহ নেই-সস্তা আভিজাত্যের ছুতোয় আমরা এই বিকৃত ভাষা চর্চা করছি। এর পেছনে অবশ্যই হীনমন্যতাবোধ কাজ করে। এই নীচু মানসিকতার লোকদের জন্য এই কবিতার লাইনটুকু উতসর্গ করা ছাড়া আর কিছুই পেলাম না- ‘যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী- সেজন কাহার জন্ম নির্ণয় না জানি’।

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File