চলুন ঘুরে আসি কাতারের সীলিন সি বীচে।(ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন তৈয়্যিবুল্লাহ্ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৮:৫৪ দুপুর

হরতালের দিনে মন খারাপ না করে চলুন ঘুরে আসি কাতারের সীলিন সি বীচ ও বালুর দুনিয়ায়। আপনাদের বলে রাখি সীলিন সি বীচ যতটা সমুদ্র সৈকত হিসেবে প্রসিদ্ধ তারচেয়ে বেশি প্রসিদ্ধ এখানকার বিশাল সব পিউর বালুর পাহাড়ের জন্য। কতারের সকল নির্মাণ কাজ এখানকার বালু দিয়েই পূরণ করা হয়। এখানকার বালুর পাহাড়ে আরো রয়েছে আল্লাহর দান তেল এবং গ্যাস।

বাসা থেকে বের হলে এমন পথই আপনাকে স্বাগত জানাবে।

পথের পাশে থাকবে এমন ফুলের ঝুরি।

আপনি যাবেন এমন পথেই।

রোড ডিভাইডার গুলোও ফুলে ফুলে সাজানো গুছানো।

গোল চত্বর গুলো এমন দৃষ্টি কাড়বে আপনার।

শহর শেষ,আপনি এখন অনেকটা পথ পাড়ি দেবেন ১২০কিঃমিঃ গতিতে।

পথের উভয় দিকে কিচ্ছু নেই।

উস্তাদ সী লিন সামনে ডাইনে দোহা।

কাছাকছি চলে এসেছি। ঠিক এখানে রাস্তার অন্যপাশে গ্যাস উত্তলণ করা হচ্ছে। কিন্তু ঐদিকের ছবি উঠানো যে সম্পূর্ন নিষেধ।

আইসা গেছি।

বালুর দুনিয়া হলো শুরু।



কিছু পয়সা খরচ করে উটের পিঠে চড়ার স্বাধ নিয়ে নিতে পারবেন।

বালুর দুনিয়া।

বালুর পাহাড় থেকে সীলিন সি বিচ। ১





মনে হচ্ছেনা শিতলক্ষা নদির তীর দখল করে বালুর ব্যাবসা হচ্ছে।

নাহ্ এটা আরব সাগর পাড়ে আল্লাহ্ প্রদত্ত খাঁটি বালুর বিশাল ভান্ডার।

সাগর পাড় থেকে কয়েক কিলোমিটার জুড়ে বালুর পাহারের এ বিচিত্র জগৎ।





উটের খাদ্য হিসেবে ব্যবহৃত হালকা কাটাওয়ালা এই ছোট গাছ গুলো মরুভূমিতে হয়,যার আশপাশে পানির নাম গন্ধও নেই, অথচ গাছ গুলো হাতে নিলে মনে হবে এখনি কোন পুকুর পাড় থেকে তুলে আনা হয়েছে!!! বলতে পারেন এটা কিভাবে সম্ভব? এতক্ষন কষ্ট করে সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

বিষয়: বিবিধ

৩৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File