রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম ইসলামই নয়

লিখেছেন লিখেছেন শিংমাছ ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫৭:৫২ রাত

আদম (আঃ) থেকে শেষ নবী মোহাম্মদ (দঃ) পর্য্যন্ত বারে বারে আল্লাহ মানুষের জন্য যে জীবন-ব্যবস্থা (দ্বীন) দিয়ে এসেছেন তার নাম তিনি নিজেই দিয়েছেন ইসলাম, যার আক্ষরিক অর্থ শান্তি। তার এই নাম দেয়ার অর্থ আছে। আল্লাহর খলিফা অর্থাৎ প্রতিনিধি মানুষ তৈরী করার বিরুদ্ধে মালায়েক অর্থাৎ ফেরেশতাদের যুক্তি ছিলো এই যে ঐ মানুষ পৃথিবীতে ফাসাদ অর্থাৎ অন্যায়-অবিচার, অশান্তি ও সাফাকু দ্দিমা, যুদ্ধ অর্থাৎ রক্তপাত ইত্যাদি কোরবে। ইবলিসও তখন ফেরেশতাদেরই সামিল ছিলো, অর্থাৎ তারও বক্তব্য তাই ছিলো। তারপর আল্লাহ যখন মালায়েকদের আপত্তি উপেক্ষা কোরে আদম অর্থাৎ মানুষ সৃষ্টি কোরে তাকে সাজদা করার আদেশ দিলেন, তখন সব মালায়েক সাজদা কোরলেও ইবলিস কোরলোনা। বরং আল্লাহকে চ্যালেঞ্জ করলো যে, তোমার সৃষ্ট মানুষকে আমি প্ররোচনা দিয়ে তোমাকে অস্বীকার কোরিয়ে ঐ ফাসাদে, অন্যায়ে, যুদ্ধ ও রক্তপাতে জড়িয়ে ফেলবো। আল্লাহ তার চ্যালেঞ্জ গ্রহণ কোরে ইবলিসকে বোললেন যে, কি রকম জীবন-ব্যবস্থা, আইন-কানুন, দণ্ডবিধি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি জাতীয় ও ব্যক্তি জীবনে গ্রহণ ও প্রতিষ্ঠা কোরলে মানুষ ঐ ফাসাদে না পড়ে সুবিচার, ন্যায় ও শান্তিতে বাস কোরতে পারে সেই রকম জীবন-বিধান আমি আমার প্রেরিতদের অর্থাৎ নবী-রসুলদের মাধ্যমে মানুষকে জানিয়ে দেব। যারা আমার দেয়া জীবন-বিধান গ্রহণ না কোরে নিজেরাই ইচ্ছামত জীবন-বিধান তৈরী কোরে নেবে তাদের কাজের ফলে তারা পৃথিবীতে অন্যায়, অবিচার, যুদ্ধ, হত্যা ও রক্তপাতের মধ্যে পতিত হবে। আর যারা জীবন-ব্যবস্থা দ্বীন নিজেরা তৈরী না কোরে আমাকেই একমাত্র ইলাহ অর্থাৎ বিধাতা বোলে স্বীকার কোরে নিয়ে আমার নবীদের মাধ্যমে প্রেরিত দ্বীনকে গ্রহণ কোরে তা তাদের জাতীয়, পারিবারিক ও ব্যক্তিজীবনে প্রতিষ্ঠা কোরবে- তারা সর্বদিক দিয়ে জীবনের প্রতি অঙ্গনে পূর্ণ সুখ-শান্তি ও প্রশান্তিতে, প্রগতিতে বাস কোরবে। আমার দেয়া জীবন-ব্যবস্থা মানুষের জীবনে অশান্তির জায়গায় শান্তি আনবে বোলেই এই ব্যবস্থার নাম হলো শান্তি, ইসলাম। মানুষই হলো আমার একমাত্র সৃষ্টি, যাকে আমি আমার আমানত দান কোরেছি (কোরান-সূরা আল-আহযাব- ৭২)। ঐ আমানত হলো স্বাধীন ইচ্ছা শক্তিসহ আমার নিজের আত্মা। আমি দেখব কারা এই স্বাধীন ইচ্ছা শক্তিকে অপব্যবহার কোরে নিজেরা বিধান, আইন-কানুন তৈরী কোরে পৃথিবীতে অন্যায়, রক্তপাত, অবিচার, অশান্তি সৃষ্টি করে, আর কারা আমার কাছে আত্মসমর্পন কোরে পৃথিবীতে পূর্ণ শান্তিতে বাস করে। মানুষের মৃত্যুর পর এরই ওপর তাদের বিচার হবে। এরই ওপর শাস্তি ও পুরষ্কার দেয়া হবে।

আমরা কি আজ তাই কোরছী না???

চলবে...................

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File