শিক্ষার সাথে নৈতিক শিক্ষা না থাকলে সে শিক্ষা পূর্ণাঙ্গ হয় না।
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২৫ মার্চ, ২০১৩, ০২:৪৯:৫১ দুপুর
আমরা সন্তানদের শিক্ষিত করি অনেক আশা নিয়ে তারা একদিন মানুষ হবে। অনেক টাকা পয়সা খরচ করে, খেয়ে না খেয়ে বাচ্চাকে শিক্ষিত করার জন্য উঠেপড়ে লাগে অভিভাবকরা।
কিন্তু কি শিখছে আমাদের সন্তানরা? নৈতিক শিক্ষার নামে শিশুদের অনৈতিকতা শিখানো হচ্ছে। আগে সকালে মক্তবে আরবী শিক্ষা দেয়া হত। সকালে কোরানের আওয়াজে শিশুদের ঘুম ভাঙতো। এখন আর সেসব নেই। সকালে গান, নাচ আর চিত্র কলা শিখতে শিখতে শিশুদের নৈতিক মান রক্ষার যে পাঠ দরকার তা অপূর্ণ থেকে যাচ্ছে।
নৈতিক শিক্ষা না থাকলে সে যত বড় বিদ্বানই হোক না কেন তার বিদ্যা সুকর্মে না লেগে কুকর্মে ব্যবহৃত হতে পারে। এই বিদ্যা আর শিক্ষা সে জাতির অকল্যাণে ব্যবহার করতে পারে । যা সমগ্র জাতির জন্য অমঙ্গলের এবং অকল্যাণের।
আজ যাকে বুকে আগলে রেখে সকল বিপদ থেকে মুক্ত রাখতে নিজে জীবনের ঝুঁকি নিচ্ছেন সে যেন একদিন আপনার নিজের বিপদেরই কারণ হয়ে না দাঁড়ায়। সে যেন এ জাতির জন্য অভিশাপ না হয় সে খেয়ালটা এখনই রাখতে হবে। আপনার আদরের সন্তান অপরের চোখের বিষ যাতে না হয় তার জন্য এখনই লড়াইটা চালিয়ে যেতে হবে। এজন্য নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।
তাই সন্তানের শুধু শিক্ষিত হওয়া নয় মানুষ করাই হোক বাবা মার ব্রত।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন