মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ একটা তালিকা কোথায় পাওয়া যাবে ?
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ১৮ মার্চ, ২০১৩, ০৩:৩১:০২ দুপুর
দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা আছে। মুক্তিযুদ্ধের পোষ্যদের তালিকা আছে যারা নানা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছেন। নানা ধরনের কোটা তাদের জন্য বিদ্যমান। এতে যেমন আছে প্রকৃত মুক্তিযোদ্ধা আবার শোনা যায় কিছু ভুয়া মুক্তিযোদ্ধাও আছে যারা মুক্তিযুদ্ধের মত মহান বিষয় বিক্রি করে খাচ্ছে। মুক্তিযুদ্ধকে তাদের সুযোগ সুবিধার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।
স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেলেও এদেশ গড়ার কাজে যারা নিজেদের সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের একটি তালিকা এখন এ জাতি জানেনা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায়। তাদের রয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। তারা কেন একাজটি করতে পারছে না? তাদের সমস্যাটা কোথায়? আর কতকাল শহীদরা এত অবহেলিত হয়ে থাকবে?
আমরা সবাই ব্যস্ত। কিন্তু মন থেকে চাইলে অনেক কিছু করা সম্ভব। আমার গ্রামে কোন মহান ব্যক্তিটা মুক্তিযুদ্ধের সময় নিজের জীবন বাজি রাখলো তা আমার গ্রামের কোন লোক জানলো না তা কি করে হয়? ব্যপারটা কি অসম্ভব। তালিকা তৈরী শুরু করা হলে এক সময় দেখা যেত কাজটি পরিপূর্ণভাবে শেষ না হলেও একটা পর্যায় পর্যন্ত শেষ হতো।
মার্চ মাস ডিসেম্বর মাস আসলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। প্রতিবছর মার্চ আসে ডিসেম্বর আসে। কিন্তু কেউ শহীদদের একটা সম্পূর্ণ তালিকার কথা বলে না।
এটা কি একটা অসম্ভব কাজ? এখনও প্রতিটি গ্রামে অনেক লোক আছে যারা মুক্তিযুদ্ধকে সরাসরি দেখেছে। সরাসরি মুক্তিযুদ্ধ করেছে এমন লোক এখনও অনেক জীবিত আছে। তাদের মাধ্যমে একটা তালিকা শুরু করা যেতে পারে। এমন সময় আসবে যখন একজন মুক্তিযোদ্ধাও জীবিত আর থাকবে না। তখন চেষ্টা করলেও একাজ করা সম্ভব হবে না।
এখনই এই কাজ টা করার চুড়ান্ত সময়। আর দেরি না করে মুক্তিযোদ্ধে শহীদদের একটা চুড়ান্ত তালিকা এখনই শুরু করা হউক।
অন্তত: এই একটা বিষয়ে পুরো জাতি একমত হতে কোন অসুবিধা নিশ্চয়ই নেই!!!
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন