আজকের হরতালে পুলিশের গুলিতে পাবনায় দুই শিবির কর্মী নিহত।

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৭:৫৭ সকাল

পাবনা জেলা জামায়াতের ডাকা আধা বেলার হরতাল চলাকালে গুলি বিনিময়ে আলাল হোসেন (২০) ও সিরাজুল ইসলাম (২৩) নামের দুইজন নিহত হয়েছেন। এসময় ২ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন বলে প্রত্যক্ষতদর্শী সূত্রে জানা গেছে।

জামায়াতের পক্ষে নিহত ২জনকে শিবিরকর্মী বলে দাবি করা হয়েছে।

সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আলাল পাবনা সদর উপজেলার পুষ্পপাড়ার ভিটাপাড়া গ্রামের শমসের আলীর ছেলে। সিরাজুল একই উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে

নিহত আলালের লাশ পাবনা সদর হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক। অন্যদিকে সিরাজুলের লাশ ঘটনাস্থলে রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম বাংলানিউজকে জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সকালে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় তারা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কিন্তু এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশ তাদের লক্ষ করে গুলি করে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও পাল্টা গুলি ছুঁড়ে।

তবে, কেউ নিহত হয়েছেন কি না তা জানেন না বলে জানান তিনি।

এদিকে, জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডলের দাবি করেছেন নিহতরা শিবিরকর্মী।

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম।

শুক্রবার জামায়াত-শিবিরের কার্যালয়, জামায়াত সমর্থিত দৈনিক জীবন কথা পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে জেলা জামায়াত এ হরতাল কর্মসূচি দেয় বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিষয়: রাজনীতি

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File