জনগন এসব কি করল?
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৭:০২ বিকাল
শাহবাগের গনজাগরণ মঞ্চ থেকে আদেশ দেয়া হল, আজ সারাদেশে শহীদ রাজীব ওরফে থাবার জন্য বিশেষ দোয়ার আয়োজন করতে। থাবা ছিল অতি জ্ঞানী এবং মহান ব্লগার। তার জন্য আজ মুসল্লির কান্না করার কথা। আল্লাহর দরবারে তার জন্য মাগফেরাত করার আদেশ দেয়া হয়েছিল হুজুরদেরকে। হুজুরদের কত বড় সাহস। তারা মরহুম থাবার নামে দোয়া না করে তার বিরুদ্ধে আবার মিছিল করল? শাহবাগের আদেশ মানার সাহস সংসদ ও দেখায় না। যা বলে তাই সংসদে পাশ হয়ে যায়। কিন্তু হুজুরদের এত বড় বুকের পাঁঠা তাদের হলো কি করে? সরকারের এত পেঠুয়া বাহিনি কোথায়? এই সব হুজুরগুলারে গুলি কইরা মার। আর আমাদের মহামান্য সাংবাদিক ভাইরা দিনরাত চব্বিশ ঘন্টা তারা কত কষ্ট কইরা কত কাইন্দা কাইটা কত কিছুইনা বুঝাইল জনগনকে। মাগার এসব জনগন নিকম হারাম। আজ তারা উল্টা কাজটাই করল?
সব জামাত শিবিরের কাজ। এমন তো কথা ছিল না।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন